প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
নিজের কাজে সন্ধ্যাবেলা একটু বাইরে বেড়িয়েছিলাম, ফেরার সময় রাস্তায় বৃষ্টি শুরু হলো। সঙ্গে ছাতা ছিলো না, বৃষ্টি কখন থামবে তারও ঠিক ছিল না।তাই বৃষ্টি থামার অপেক্ষা করলাম না, অল্প অল্প ভিজেই বাড়ি ফিরে এলাম। কারেন্ট ও সেই গেছে, এখনও আসেনি।
বাড়ি ফিরে স্নান করে নিলাম, ঠান্ডা লাগার ভয়ে। আসলে বৃষ্টির জল মাথায় পড়েছ তো তাই ঠান্ডা লাগলেও লাগতে পারে।
যাইহোক আজকে হটাৎ এই বিষয়ে কথা বলার কারণ কিছুটা ব্যক্তিগত হলেও, আমি বিশ্বাস করি জীবনে অনেক সময় আপনাদের মধ্যেও কারো কারো মনে হয়েছে, সবাই কেন আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলে? কেন কেউ সামনে কিছু বলে না? সামনে একরকম ব্যবহার আর পেছনে অন্যরকম কেন?
আসলে এই কেন গুলোর মুখোমুখি আমিও বহুবার হয়েছি, কিন্তু আপনাদের মতোই আমিও কোনো উত্তর পাইনি। একটা সময় নিজেরই মনে হয়েছে, সত্যিই কি আমি অমন, যেমন সবাই বলছে?
বিশ্বাস করুন এই ভাবনাটাই সবথেকে খারাপ। আপনি মিলিয়ে নেবেন যাঁরা যাঁরা আপনাকে নিয়ে সমালোচনা করে তারা কোনো না কোনো দিক থেকে আপনার থেকে পিছিয়ে। অথবা আপনার মত situation এ কোনদিন পড়েনি।
খেয়াল করে দেখবেন আমাদের মতন সাধারণ মানুষেরাই বড় বড় অভিনেতা/ অভিনেত্রী দের নিয়ে সমালোচনা করি, অথচ আমরা অভিনয়ের "অ" ও জানিনা।অথচ যাঁরা প্রকৃত অভিনয় জানেন তারা অন্যের অভিনয়ের প্রশংসা করেন, নিজের সাথে তুলনা করেন না কখনো।
আর সত্যি বলতে প্রত্যেকের জীবনের রাস্তা একদম আলাদা আলাদা, কারোর সাথেই পুরোপুরি মিল যেমন পাবেন না, তেমনি কিছু কিছু ক্ষেত্রে মিলটা একেবারে সরলরেখার মত মিলে যাবে।
তবে একটাই কথা আমি আপনাদের বলবো, কষ্ট পাবেন না, কারণ আপনার কষ্ট কেউ বুঝবে না। বরং ignore করুন। এটা ভাবুন আপনার মধ্যে কিছু তো আছে যা তাদের মধ্যে নেই বলেই,তারা আপনাকে নিয়ে সমালোচনা করছে। আর নিজের বিবেকের কাছে যদি আপনি পরিষ্কার থাকেন, তাহলে আপনি কারোর কাছেই দোষী নন।কারণ আপনাকে আপনার বিবেকের থেকে কেউ বেশি চেনে না। তাই নিজের কাছেই প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন।
বাকী যাঁরা আপনার চারপাশে আছে, যাঁদের নিয়ে চলতে হবে সারাজীবন,তাদের কাছে সমালোচনার পাত্র/পাত্রী হয়ে থেকে যান। কারণ সেই যোগ্যতা আপনার অর্জিত। আপনার দায় শুধু নিজের বাবা মায়ের শিক্ষাকে মনে রাখা।আশেপাশের মানুষের মতন নিজেকে তৈরি করতে যাবেন না, দেখবেন ভালো থাকবেন।
আমি সম্পূর্ণ নিজস্ব মতামত শেয়ার করলাম।দয়াকরে কেউ খারাপ ভাবে নেবেন না। ভালো থাকবেন। সাবধানে থাকবেন সকলে।শুভরাত্রি।