পুকুর পাড়ে দাঁড়িয়ে তোলা গাছের প্রতিচ্ছবি -
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
"প্রতিচ্ছবি" কথাটা আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি।যেমন ধরুন কোনো বাচ্চা যদি এমন কিছু করে যেটা তার মা/বাবা ছোটবেলায় করতো তাহলে আমরা বলি বাচ্চাটার মধ্যে তার মা/বাবার ছোটবেলার প্রতিচ্ছবি দেখা যায়। আবার অনেক সময় দেখি বাচ্চারা আয়নার সামনে দাঁড়িয়ে একারাই হাসে, আবার যদি কান্না করা অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন সে চুপ করে যায়। কারণ সে ভাবে আয়নার ভেতরের বাচ্চাটা তাকে দেখেই কাদঁছে।
এতো গেলো বাচ্চাদের কথা,আমরা বড়রা এই "প্রতিচ্ছবি" শব্দটা নিয়ে কোনোদিন কি ভেবেছি? আমরা কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিচ্ছবি দেখে নিজেকে জিজ্ঞেস করেছি আমি কি চাই? হয়তো অনেকেই করেছেন, তবে আমি কোনোদিন করিনি। তবে করা উচিৎ ছিলো, বা এখনো করা উচিৎ। কিন্তু আমার সমস্যা হলো আজও সেটা করে উঠতে পারিনি। অদূর ভবিষ্যতে পারবো কিনা তাও জানিনা।আজ কেন এইসব কথা বলছি নিশ্চয় ভাবছেন? মনটা আসলে একটু খারাপ।
কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি কারোর থেকে এমন ব্যবহার পাবেন,যেটার কারণ আপনি বুঝে উঠতে পারবেন না,বা দেখবেন,আপনি হয়তো একটা কথা বলবেন এক ভাবে কিন্তু অপরদিকের মানুষটা উল্টো বুঝে আপনাকে এমন কথা বলবে যাতে আপনি কষ্ট পাবেন। কিন্তু ওই রকম ব্যবহার যদি আপনিও তার সাথে করেন তাহলে সে বুঝবে খারাপ লাগা কতখানি। তবে সবার শিক্ষা সমান নয়, সবার বিবেক সমান নয় তাই সবাই সব কিছু একই রকম করতে পারেনা।
ঠিক এই কারণেই আজ প্রতিচ্ছবির কথা বললাম। নিজের ব্যাবহারের প্রতিচ্ছবি যদি আমরা বড়রা নিজেরা দেখতে পারতাম তাহলে হয়তো অনেকের ব্যবহার পাল্টে যেত। আমরাও বুঝতে পারতাম আমার ব্যবহার কাউকে কতটা কষ্ট দিচ্ছে। কিন্তু সেটা হয় না,বা বলতে পারেন আমরা বুঝেও অনেক সময় না বোঝার চেষ্টা করি।সবসময় এটাই ভাবী কারোর কষ্টে আমার কি আসে যায় আমি তো বলে শান্তি পেলাম তাই না?
আর ঠিক এই কারণ গুলোর জন্যই সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়, লোক দেখানো সম্পর্ক যদিও বা থাকে তাতে আন্তরিকতা থাকে না। কেউ কেউ সত্যিই আন্তরিকতার ভাষা বোঝে না।আসলে যে সম্পর্ক থেকে আপনি বেশী আশা করবেন কষ্টও সেখানে বেশী।তবে কি বলুন তো আমরা তো মানুষ ,তাই না চাইলেও কিছু কিছু ক্ষেত্রে আশা মনের অজান্তেই ভেতরে ভেতরে তৈরী হয়েই যায় তাই না? তাই আশার হাত ধরে কষ্টও জীবনে প্রবেশ করে।
যাইহোক আপনারা ভালো থাকবেন, খুশী থাকবেন।শুভরাত্রি।