প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমার একদমই কিছু লিখতে ইচ্ছে করছে না। মনটা ভালো লাগছে না। তিতলিকে দিয়ে আজ বাড়ি ফিরলাম। যখন আমি লিফটে উঠছি তখনও ওর কান্নার আওয়াজ পাচ্ছি, জোরে জোড়ে চিৎকার করছে - "মিমি আমিও যাবো তোমার সাথে, তুমি বলেছিলে তিনদিন থাকবে, তাহলে কেনো চলে যাচ্ছো?".......
শুনেও ফিরে গেলাম না। কারণ আমি যখনই যেতে চাইবো ও এমনই করবে, তাই বেশিরভাগ সময় যখন ও ঘুমায় আমি তখন বেড়িয়ে আসার চেষ্টা করি। ঘুম থেকে উঠে কাঁদে কিন্তু আমি তখন থাকিনা, তাই খারাপ টাও কম লাগে।
আসলে ওকে মিথ্যে বলেই নিয়ে যেতে হয়েছে, নাহলে কিছুতেই বাড়ি যাবে না। আমি বলেই ছিলাম ওর সাথে থাকবো, বাড়ি গিয়েও আমার কাছেই খেলো, রাতে ঘুমালো। ওর মা কতবার বললো কিছুতেই গেলো না। ওর ধারনা ও মায়ের কাছে ঘুমালে মিমি বাড়ি চলে যাবে।
কি পাগল ভাবুন তো,কিছুক্ষন আগেই ফোন করে বললো- "মিমি তুমি পঁচা, আমি আর কোনোদিন তোমাকে আদর করবো না, তোমাদের বাড়ি ও যাবো না, আর তুমিও আসবে না আমাদের বাড়ি"। কোনো কথা শুনলো না। নিজে বলে নিজেই ফোন রেখে দিল।
জানিনা কেনো একটা চাঁপা কষ্ট হচ্ছে, সেটা তিতলির জন্য নাকি অন্য কোনোও কারণ জানিনা। শুধু মনে হচ্ছে নিজের বলে কিছু নেই, সবটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মাঝে মাঝেই আমার এমন হয়,
আপনাদের সাথেও কি হয় এমন?
কাউকে বলে বোঝানো যায়না যে নিজের ভেতরে কি চলে, বোঝাতে গেলে ভাষা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। যতই নিজের মানুষ হোক না কেনো, কিছু কষ্ট বোধহয় একান্ত ব্যক্তিগত থাকেই।
আজ আর কিছু লিখলাম না, এই পর্যন্তই থাক।
ভালো থাকবেন কেমন?
শুভরাত্রি।