![]() |
---|
প্রিয়,
পাঠকগণ,
আশাকরছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রায় চার বছর বাদে আজ পুনরায় এই প্লাটফর্মে লেখা শুরু করতে চলেছি। অনেকটা দেরি করে আমার যাত্রা আবার শুরু করছি ঠিকই, তবে আশাকরছি এই পথচলা দীর্ঘস্থায়ী হবে। আজ আর পুরোনো কোনো কথা নয়, যেহেতু গতকাল থেকে বাংলা নতুন বছর শুরু হয়েছে, তাই সবটাই নতুন করে শুরু করাই শ্রেয়।
শুরুতেই আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। কারন বর্তমান সময়ে শারীরিক ভাবে না হলেও, মানসিক ভাবে আমি নিজে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছি। তাই মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা অনেক বেশি করে উপলব্ধি করছি।
![]() |
---|
সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিলো। তবে দুপুরের দিকে যে আবহাওয়া এতোখানি পরিবর্তন হবে এটা বোধহয় আমার মতন অনেকেই ভাবেননি। আসলে এখানেই আমাদের ভাবনার সাথে প্রকৃতির বড্ড বেশি অমিল। কারণ প্রকৃতি নিজের মতো করে কখন রূপ পরিবর্তন করবে, এটা বোধহয় আগে থেকে আন্দাজ করা আমাদের কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়।
দেখতে দেখতে রৌদ্রজ্জ্বল প্রকৃতিকে মেঘের কালো ছায়া মুহূর্তের মধ্যে ঢেকে দিলো এবং তারপর শুরু হল প্রচন্ড হওয়ার সাথে ভারী বৃষ্টি। এই বৃষ্টিই এই বছরের প্রথম ভারী বৃষ্টি বলা চলে। বৃষ্টির সাথে সমান বেগে চেয়েছিল ঝড়ো হাওয়াও।
![]() |
---|
সেই সময় আসলে আলাদা করে ছবি তোলার কথা মনে ছিলো না। তবে আজ যখন আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে বসলাম, তখন আজকের দিনেরই কিছু কথা আলোচনা করতে গিয়ে গ্যালারি ঘেটে পুরনো কিছু ছবি বের করলাম, যেগুলো আগের বছরের কোনো এক কালবৈশাখীর সন্ধ্যায় তোলা।
আমার শাশুড়ি মায়ের সাধের ছাদ বাগানের গুলো গাছ সেদিন ঝড়ো হাওয়ায় নষ্ট হয়েছিলো। অনেক টব উল্টে পড়ে গিয়েছিলো। সেগুলোকে পরদিন সকালে তিনি আবার দাঁড় করিয়েছিলেন এবং বেশিরভাগই কিন্তু বেঁচে ছিলো। তবে যে সকল টবগুলো ছাদের একদম কার্নিশ ঘেসে ছিলো, তাদের মধ্যে কয়েকটি টব নিচে পড়ে গিয়েছিলো, যাদের ভিতরে থাকা গাছগুলিকে বাঁচানো সম্ভব হয়নি।
![]() |
---|
তাই আজ সেই ফেলে আসা কালবৈশাখীর সন্ধ্যার কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই পোস্টের মাধ্যমে। আশাকরি ছবিগুলো দেখে আপনাদের বুঝতে এতটুকুও অসুবিধা হবে না, সেদিন ঝড়ের তান্ডবে আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের ছাদের ছোট্ট বাগানটি।
যাইহোক বাংলা নতুন বছরের প্রথমদিনের বৃষ্টি কথা বলতে গিয়ে পুরনো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে, পুনরায় এই প্লাটফর্মে আমার যাত্রা শুরু হলো। আশা করছি এরকমই কিছু বিষয় নিয়ে প্রতিদিনই আপনাদের সাথে নিজের ভালোলাগা, মন্দলাগা, পুরনো স্মৃতি, কিংবা নতুন কোনো ঘটনা শেয়ার করবো। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।