বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় কোভিড পরীক্ষায় পজিটিভ আসে তাঁর। এই হেইডেন ওয়ালশের বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার আপাতত সঙ্গ নিরোধ অবস্থায় থাকবেন। তাঁর অন্য কোনো উপসর্গ নেই।
বাংলাদেশে করোনা নেগেটিভ হয়েই এসেছিলেন তিনি। ঢাকার প্রথম করোনা পরীক্ষাতেও নেগেটিভই ছিলেন ওয়ালশ। দ্বিতীয় পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে নিশ্চিত হতে আরেকবার করোনা পরীক্ষা হয় তাঁর । সেখানেও পজিটিভ আসায় সঙ্গ নিরোধ অবস্থায় থাকতে হচ্ছে ওয়ালশকে।
২০ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আবার দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত ওয়ালশকে থাকবে হবে সঙ্গ নিরোধ অবস্থায়। দলের বাকি ক্রিকেটারদের দুইবার করে করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সবাই নেগেটিভ হয়েছেন। ঢাকায় এসে কোয়ারেন্টিনে থাকায় দলের বাকি সদস্যদের সংস্পর্শে আসেননি ওয়ালশ। তাই বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিয়েছেন।