যুক্তরাজ্যের পর এবার করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) পাওয়া গেল যুক্তরাষ্ট্রে। দেশটির ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক জানিয়েছেন, তাঁরা নতুন দুটি করোনার ধরন শনাক্ত করেছেন। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন তাঁরা।
ওহাইওর বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনবিসির খবরে বলা হয়েছে, কলাম্বাস ও ওহাইওতে গত প্রায় তিন সপ্তাহজুড়ে করোনা ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নতুন দুটি স্ট্রেইনের একটি।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, এই দুটি স্ট্রেইন সম্পর্কে যেসব তথ্য–উপাত্ত পেয়েছেন, তা এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মুখপাত্র জ্যাসন ম্যাকডোনাল্ড বলেন, তাঁরা নতুন এই গবেষণার ওপর নজর রাখছেন।
ফোর্বসের খবরে বলা হয়েছে, ওহাইও স্টেট ইউনিভার্সির বিজ্ঞানীরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে এই দুটি স্ট্রেইনের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে। দুটির মধ্যে একটির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা আগের স্ট্রেইনের তুলনায় বেশি। এ নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। তাঁরা বলেছেন, নতুন স্ট্রেইনের কারণে যুক্তরাষ্ট্রের করোনার চলমান মহামারি আরও বড় আকার ধারণ করতে পারে। তবে একই সঙ্গে তাঁরা এ–ও বলেছেন, এই নতুন স্ট্রেইনের সংক্রমণক্ষমতা কতটা বেশি, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।