
হাইভ ইকোসিস্টেম এ সাধারণত সাজানো, শ্রেণিবিন্যাস , সহজে খুজে পেতে এবং লেবেলিং এর জন্য ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে।
লক্ষ্য করলে দেখা যায় যেঃ
- একটি পোস্টে নুন্যতম একটি ট্যাগ থাকা বাধ্যতামূলক।
- একেবারে প্রথমে দেওয়া ট্যাগ আর কখনো পরিবর্তন করা যায় না।
- কিছু পোস্টে দেখা যায় যে হাইভ যত গুলো এলাউ করে তার থেকেও বেশি ট্যাগ থাকে।
এসব কিছুর পেছনেই কতগুলো কারণ বিদ্যমান।
প্রথমত, প্রাইমারি (প্রথম) ট্যাগ থাকা বাধ্যতামূলক। এর কারন, এটি আসলে সাধারন কোন ট্যাগ নয়। প্রাইমারি ট্যাগ ব্যবহার করা হয় শ্রেনী (ক্যাটাগরি) নির্ধারণ এর জন্য। দেখতে ট্যাগ মনে হলেও হাইভ ব্লকচেইন প্রাইমারি ট্যাগ কে অন্যগুলোর মত করে দেখে না বা চেনেও না। এজন্যে একবার পোস্ট করা হয়ে গেলে প্রাইমারি ট্যাগ পরিবর্তন এর দ্বিতীয় আর কোন সুযোগ নেই।
দ্বিতীয়ত, পরবর্তি বাকি সবগুলো ট্যাগ হছে সাধারন (সাবসিকুয়েন্ট) ট্যাগ এবং যে কোন সময় পরিবর্তন করা যেতে পারে। HIVE.BLOG ফ্রন্টএন্ড প্রাইমারি ও সাধারন ট্যাগ সহ মোট ৮ টি ট্যাগ ব্যবহার এর সুযোগ দিয়ে থাকে। তবে, ব্লকচেইনে ট্যাগ ব্যাবহারের কোন লিমিট দেয়া নেই। এবং এই লিমিট না থাকার কারনে অসাবধানতাবশত কিছু কিছু থার্ড পার্টি এপ্লিকেশন ইউজারদের আরো বেশি ট্যাগ ব্যাবহারের সুযোগ করে দেয়। এছাড়াও পোস্ট এর কন্টেন্ট এর ভেতর ব্যাবহার করা ট্যাগ (# যুক্ত শব্দ) স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ট্যাগ এর সাথে যোগ হয়ে যায়।
সাধারণত ট্যাগ দুধরণের হয়ে থাকেঃ জেনেরিক ( অধিক ব্যাপ্তির ) এবং প্রোপ্রায়েটারি (অল্প ব্যাপ্তির)। জেনেরিক ট্যাগ অনেক বিষয় এর জন্য ব্যাবহার করা যায়। যেমন # Blockchain, হাইভ ইকোসিস্টেম কে নিয়ে আলোচনা করা অথবা ব্লকচেইন এর উপর ভিত্তি করে তৈরি করা কোন প্রযেক্ট রিলেটেড পোস্ট এ ব্যাবহার করা যেতে পারে। আবার # Food খাবার বিষয়ক যে কোন পোস্ট, হতে পারে রেসিপি, খাবারে ব্যাবহার করা দ্রব্যের রসায়ন, সামগ্রিক ভাবে দরিদ্রদের অনাহারে থাকা নিয়ে পর্যালোচনা অথবা পোস্ট দাতার রাতের খাবারের ছবির নিচেও ব্যাবহার করা যেতে পারে।
অন্যদিকে, প্রোপ্রায়েটারি ট্য়াগ হচ্ছে এমন ট্যাগ যা সূনির্দিষ্ট কোন কিছুর জন্যে তৈরি করা হয়েছে। যেমন, # peakd, # ocd, অথবা সাবধানতার সাথে কিউরেট করা হয় এমন কোন কমিউনিটি ট্যাগ। যেমন # steemstem , # curie। এই ধরনের ট্যাগ ব্যবহার করা পোস্ট কমিউনিটির কোয়ালিটি বজায় রাখার জন্য গভীর পর্যালোচনার ভেতর পর্যবেক্ষন করে তারপর আপভোট করা হয়ে থাকে ।
ট্যাগ এর ব্যাবহার
হাইভ ইকোসিস্টেম এ ট্যাগ এর ব্যবহার ইনস্টাগ্রাম মত নয়। যেমন, ইনস্টাগ্রাম এ পপুলার ট্যাগ ব্যাবহার করা লাভজনক, যদি তা পোস্ট এর সাথে রিলেটেড নাও হয়, তবুও। কারন ইনস্টগ্রাম এ প্রধান টার্গেট থাকে দর্শক বাড়ানো। যত বেশি ফলোয়ার, তত বেশি লাভ।
কিন্তু হাইভ এ কোয়ালিটি ই প্রধান। অসামঞ্জস্যপুর্ন ট্যাগ এর সাথে ছবি পোস্ট করে ভিজিটর বাড়ানোতে পোস্টদাতার কোন প্রকার লাভ নেই। ঊল্টো ডাউনভোট দিয়ে রিওয়ার্ড কমিয়ে দেবার সুযোগ বেড়ে যায়। এজন্যে, পোস্ট এর সাথে সামঞ্জস্য আছে এমন ট্যাগ ব্যবহার করলে পোস্টদাতার লাভ হবার সুযোগ বেশি।
ঊপরে প্রথমদিকে বলা হয়েছে যে ৫ টির ও বেশি ট্যাগ ব্যবহারের সুযোগ রয়েছে। কিন্তু বেশি ট্যাগ ব্যাবহার করলে বেশি ভাল, এমনটাও কিন্তু না। ট্যাগ একটা পোস্ট এর বিষয়বলির সারাংশের মত। অধিক ট্যাগ এর ব্যাবহারে বেশি ভিউয়ার পাওয়া যায় না, উলটো পোস্ট এর মান কমে গিয়ে স্প্যাম বা স্ক্যাম মনে হবার সুযোগ বেড়ে যায়।
ট্যাগ স্প্যাম
@hivewatchers এর দেয়া সংঙ্গা অনুযায়ী, পোস্টদাতা যদি ইচ্ছাকৃত ভাবে কিউরেটরদের দেয়া রিওয়ার্ড বাড়ানোর জন্যে এমন কোন ট্যাগ ব্যাবহার করে যা কোনভাবেই পোস্ট এর সাথে যায় না সেক্ষেত্রে এটিকে স্পাম বলে গন্য করা হয়।
উদাহরণস্বরূপ, আমরা # introduceyourself ট্যাগ টি কে পর্যালোচনা করতে পারি।
# introduceyourself এই ট্যাগ এর ব্যবহার এর উদ্দেশ্য হল ব্লকচেইনে একবারে নতুন আসা ইউজারদের হেল্প করা। এই ট্যাগ ব্যাবহার করে একজন নতুন অথর তার প্রথম পোস্ট এ এই প্লাটফর্মে তার আগমনের কারন, ইচ্ছা, এম্বিশন, নিজের ব্যপারে সারসংক্ষেপ ইত্যাদি সম্পর্কে সবাইকে জানাতে পারে। সাধারনত, এই ট্যাগ ব্যাবহার করে করা পোস্ট একজন নতুন ইউজার এর জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন এবং এই ট্যাগ
এর ব্যাবহার এই পোস্টেই প্রথম এবং শেষ। একই সাথে এই ট্যাগ ব্যাবহার করলে ট্যাগ থেকে দেখে পুরনো ইউজাররা আপভোট এর সাথে এদের স্বাগতম জানিয়ে থাকে।
ট্যাগ স্প্যমিং এর সবচেয়ে সহজ উদাহরন হচ্ছে এইখানেই যে, অনেক ফালতু ইউজাররা ভাল ইউজারদের বদান্যতার সুযোগ নিয়ে রিওয়ার্ড পাবার আশায় বারবার এই ট্যাগ ব্যবহার করে। এমন পোস্টেও যেটার সাথে এই ট্যাগ এর কোন যোগাযোগই নেই। এবং এই স্প্যাম এর দ্বারা সাধারন এবং ভাল ইউজারদের অনেকভাবে রিওয়ার্ড পাবার সুযোগ নষ্ট করা হয়।
ট্যাগ এর অপব্যবহার
@hivewatchers এর মতে, অনিচ্ছাকৃতভাবে ভুল ট্যাগ এর ব্যবহার করাই ট্যাগ এর অপব্যবহার। অনেকেই এ কাজটি বিভিন্ন্য কারনে করে থাকে। সবচেয়ে সাধারন কারন হচ্ছে ট্যাগ এর পরিষ্কার ও প্রপার ব্যাবহার সম্পর্কে অজ্ঞতা।
যেমন, # hive এই ট্যাগ hive.blog ওয়েবসাইট, HIVE. IO সাইট গুলোর ব্যাবহার এবং এর সাম্পর্কিক যেকোন বিষয় আলোচনার জন্য ব্যাবহার হয়। অনেক ইউজার না জানার কারনে মনে করে যে এটি একটি সবক্ষেত্রে ব্যবহার্য ট্যাগ। যত বেশি মানুষ ভিন্ন্য ভিন্ন্য ট্যাগ নিয়ে এই কাজটি করে থাকে তত বেশি ট্যাগ এর অপব্যাবহার হয় এবং যথাযথ কন্টেন্ট এর যথাযথ মর্যাদা দেয়া হয়ে উঠে না।
যথাযথ ভাবে ট্যাগ এর ব্যবহার
কেউ যদি একেবারে উপরে থাকা All tags এ ক্লিক করে তবে তার সামনে এখন পর্যন্ত ব্লকচেইন এ ব্যবহারকৃত সব ট্যাগ, ট্যাগ গুলো ব্যাবহার করে করা পোস্ট, কমেন্ট এবং সেসকল পোস্ট এর রিওয়ার্ড, ইত্যাদি সব তথ্য চলে আসে। কিন্তু ইউজাররা প্রায়শয়ই এই ইনফরমেশন গুলো ভুল ভাবে বুঝে থাকে। কোন ট্যাগ অনেক বেশি ব্যাবহার করা হলেই যে নিজের জন্যে সেগুলোর ব্যবহার বাড়িয়ে দেয়া ভাল হবে ব্যাপারটা ঠিক সেরকম না। পোস্ট এর পেআউট বৃদ্ধির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একইরকম। ডিপেন্ড করে পোস্ট এর কোয়ালিটি এবং যথাযুক্ত ট্যাগ এর ব্যাবহারের উপর।
ঊপরের ছবিতে যেসব ট্যাগ গুলো দেখা যাচ্ছে সেগুলো উপর থেকে নিচদিকে এদের জনপ্রিয়তার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা রয়েছে। এগুলো জনপ্রিয় হবার মানে যে সবচেয়ে ভাল ও হবে বিষয়টা সেরকম কিন্তু না। জনপ্রিয় মানে আদি থেকে এগুলোর ব্যাবহার বেশি হয়েছে। রিওয়ার্ড এর বেলায় ও বিষয়টি একই।
নিচে সবচেয়ে বেশি ব্যবহার করা ৩০ টি ট্যাগ এর উপযুক্ত ব্যাখ্যা দেয়া হল।
ট্যাগ | ব্যাখ্যা |
---|---|
# life | প্রচুর ব্যাবহার হয়ে আ্সা একটি ট্যাগ যেটা যেকোনো এবং শুধুমাত্র ব্লগ এর সাথে ব্যবহার করা হয়ে থাকে। |
# photography | নিজের তোলা ছবি ও ফটোগ্রাফির জন্য এ ট্যাগ। ডাঊনলোড করে করা ছবি পোস্ট এর জন্য নয়। |
# hiveio | hive.blog নিয়ে পোস্ট করবার জন্য নির্দিষ্ট ট্যগ। HIVE IO কিভাবে উন্নয়ন করা যেতে পারে সে সম্পর্কিত উপদেশ বা আলোচনা বিষয়ক পোস্টে ব্যবহার করা যেতে পারে |
# sp | স্প্যানিশ ভাষায় করা পোস্টের জন্য ভাষা বিষয়ক ট্যাগ। |
# art | হাতে আকা, ডিজিটালি তৈরি করা বা যেকোন শিল্পকর্ম বিষয়ক পোস্টের জন্য এ ট্যাগ ব্যবহার হয়ে থাকে। |
# introduceyourself | কোন নতুন ইউজারের নিজের পরিচয় দেবার জন্য ব্যবহার করা প্রথম ট্যাগ। |
# bitcoin | বিটকয়েন নিয়ে আলোচনা বিষয়ক পোস্টের জন্য ট্যাগ। |
# blog | আরেকটি বহূল ব্যবহার হয়ে আসা যেকোন পোস্ট এ ব্যবহার করা যায় এমন ট্যাগ। প্রথমদিকে এই ট্যাগ এর ব্যবহার ডায়রি/জার্নাল এ সীমাবদ্ধ ছিল। পরে পরিবর্তিত হয়ে গেছে। |
# spanish | স্প্যানিশ ভাষায় লেখা পোস্ট এর জন্যে আরেকটি ট্যাগ। |
# travel | ভ্রমন বিষয়ক পোস্টের জন্য এই ট্যাগ. যেমন ভ্রমন করে আসা বা করা যায় এমন স্থান সম্পর্কে লেখা পোস্টে ব্যবহার করা যেতে পারে। |
# cryptocurrency | Hive/HBD বা এধরনের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত পোস্টে ব্যবহার করা যেতে পারে। |
# hive | Hive/HBD টোকেন বা HIVE blockchain নিয়েই আলোচনায় ব্যবহার করা আরেকটি ট্যাগ। |
# food | খাবার, রান্না বা খাওয়া নিয়ে সকল ক্ষেত্রেই এই ট্যাগ ইউজ করা যাবে। |
# nature | প্রকৃতি, প্রাণ, প্রাণী অথবা গাছ নিয়ে পোস্ট এর জন্যে এই ট্যাগ। |
# gaming | ভিডিও গেমিং নিয়ে সকল পোস্টে ব্যবহার করা যাবে। |
# indonesia | ইন্দোনেশিয়ান কমিউনিটির জন্য সুনির্দিষ্ট ট্যাগ। |
# story | ডায়রি/জার্নাল ব্লগ বা কল্পকাহিনি লিখবার জন্যে ব্যাবহার করা যায়। |
# funny | কৌতুক জাতীয় সকল পোস্টের জন্য প্রযোজ্য। |
# news | ব্লকচেইন, দেশ, বিশ্ব নিয়ে খবরাখবর এর জন্য ব্যবহার হয়ে থাকে। |
# writing | আদি-কল্পকাহীনি, কবিতা বা রচনার জন্যে এই ট্যাগ।. |
# dmania | Dmania তে করা পোস্টের জন্য এই ট্যাগ। সাধারণত এই ট্যাগ এর উপরে মিম শেয়ার করা হয়ে থাকে।. |
# bdcommunity | শুধুমাত্র বাংলাদেশি ইউজারদের জন্যে এই ট্যাগ। |
# money | ব্যবসা,আয়ের উপায় বা ক্রিপ্টোকারেন্সি বিষয়ক সাধারন ট্যাগ। |
# crypto | # cryptocurrency ট্যাগটির সংক্ষেপ।. |
# photo | # photography ট্যাগটির সংক্ষেপন। যদিও এর ব্যবহার আসল ট্যাগটি থেকে একটু বেশই। |
# peakd | Peakd প্লাটফর্ম দিয়ে করা বা প্লাটফর্মটিকে নিয়েই করা পোস্ট এ ব্যাবহার করা যায়। |
# music | গান নিয়ে আলোচনা বা শেয়ার করার জন্য যেসব পোস্ট তাদের জন্য ব্যবহারযোগ্য। |
# contest | বিভিন্ন্য প্রতিযোগিতা বা প্রতিযোগিতামুলক প্রযেক্ট এ ব্যাবহার হয়ে থাকে। |
ট্যাগ এর সঠিক ব্যবহার এর একটি উদাহরন
লক্ষ্য করলে উপরোক্ত পোস্ট এ দেখা যায় যে, ব্যবহার করা ট্যাগ গুলো শুধুমাত্র এই পোস্ট এর ক্ষেত্রেই প্রযোজ্য। পোস্ট এ বহুল ব্যাবহার হয় যেমন # life ,# blog এবং স্বল্প ব্যাবহার হয় যেমন # cat, # pet, এমন দুধরনের ট্যাগ ই ইউজ করা হয়েছে। # photo এই ট্যাগ টি বোঝাচ্ছে যে ইউজারের নিজের তোলা বিড়ালটির ছবিও পোস্টের সাথে রয়েছে। কেউ যদি # cat এই ট্যাগ ঘাটসে থাকে তবে এই পোস্ট খুব সহজেই তার সামনে আসবে।