Khaja Rashed
পাক ভারত বামা বাংলাদেশ যদি একটি দেশ থাকত তাহলে এ উপমহাদেশটি বডার মুক্ত থাকত।তাহলে উপমহাদেশের নাগরিকরা ধম মতবাদ জাতিগত কারনে নিযাতিত হত না। ইন্ডিয়ায় মুসলিম হত্যা নিযাতন হতো না।বামায় উগ্র বোদ্ধ কতৃক আরাকানের মুসলিম বিতাড়িত হত্যা খুন ধষন হত না।এ উপমহাদেশ ভাগ হয়ে উগ্র হিন্দু কতৃক মুসলিম হত্যা খুন নিযাতন হচ্ছে।বামায় উগ্র বোদ্ধ কতৃক মুসলিম বা অন্য ধমা বলম্বীরা খুন হত্যা বিতারিত হচ্ছে।এ সকল কাজ মানবতা পরিপন্থী।সকল ধমের লোক মানুষ।এক মানুষ অন্য ধমের মানুষকে খুন হত্যা নিযাতন করতে পারে না।উপমহাদেশ ভাগ হয়ে কয়েকটি সাম্প্রদায়িক গোষ্টিবাদি রাষ্ট্র হয়েছে।রাষ্ট্র হবে মানবতা ভিত্তিক অসাম্প্রদায়িক সাবজনীন ধমিয় মুল্যবোধ ভিত্তিক গণতান্ত্রীক।ধমরাষ্ট, বা একক মতবাদ বা গোষ্ঠিবাদি রাষ্ট্র মানবতা পরিপন্থী জংগিবাদি।এ উপমহাদেশ বডারলেস একক মানবতাভিত্তিক সাবজনীন অসাম্প্রদায়িক রাষ্ট্র হলে বামার রাখাইন রাজ্যে মুসলিম মানুষগুলি খুন হতো না।ইন্ডিয়াতে উগ্রহিন্দু কতৃক মুসলিম মানুষগুলি খুন হতো না।প্রকৃত ধমিক লোক অন্য ধমের বা মতের মানুষকে খুন করতে পারে না।ধমের নামে অধম উগ্রবাদিরা অন্য ধমের বা মতবাদের মানুষকে খুন গুম নিযাতন করে।বডারের কারনে সারা বিশ্ব অন্য বস্ত্র বাসস্থানের মানুষের মোলিক অধিকারের পথ রুদ্ধ হয়ে গেছে।বডারের কারনে পন্যের মুক্ত প্রবাহ রুদ্ধ হয়ে গেছে।বডারের কারনে একটা লিমিটেড যায়গায় মানুষ বন্ধী হয়ে গেছে।বডারের কারনে রাষ্ট্রগুলি এক একটা জেলখানায় পরিণত হয়েছে।বডারের কারনে সারা বিশ্বে খুন হত্যা জুলুম হচ্ছে।বডারের কারনে জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধ হয়ে গেছে।তাই বডার মানবতা পরিপন্থী।আমরা বডার মুক্ত বিশ্ব চাই।