দরিদ্র মানুষের কাছে চিকিৎসা সেবা পৌছে দিতে বেসরকারি উন্নয়নসংস্থা 'ফ্রেন্ডশিপ' এর উদ্যোগে ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক এরসহায়তায় পাচটি ভাসমান হাসপাতাল জাহাজ তৈরি প্রক্রিয়া গত রোববারউদ্বোধন করা হয়।এই পাঁচটি জাহাজ শুরু থেকে ফ্লোটিং হাসপাতাল হতে ডিজাইন করা হচ্ছে। বাংলাদেশে এ রকম ঘটনা এটাই প্রথম, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় প্রকৌশলী দ্বারা তৈরি হচ্ছে। এদের মধ্যে চারটি ভাসমান জাহাজ দৈর্ঘ্যে ২৫ মিটার এবং একটি ৩১ মিটার। প্রতিটি ভাসমান জাহাজ হাসপাতালে থাকবে সব আধুনিক সুবিধাসহ অপারেশন থিয়েটার, ডাক্তার চেম্বার এবং অন্যান্য চিকিৎসা সুবিধা। চারটি ডেক থাকবে প্রতিটি জাহাজে। ২০১৮ সালের শেষ দিকে প্রথম দুটি জাহাজ সরবরাহ করা হবে। বাকি তিনটি জাহাজ সরবরাহ করা হবে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে।
