হাই, বন্ধুরা।
আমি junet moriarty. আর steemit এ এটাই আমার প্রথম পোষ্ট।
আমার সম্পর্কে কিছু বলার আগে একটু বলে নেই যে, যেহেতু আমি বাংলাদেশি এবং আমার ভাষা বাংলা, তাই steemit এ আমার সকল পোষ্টই হবে বাংলায়। এতে করে আমার followers হয়তো বা বাড়বে না আমার পোষ্টে view বা কমেন্ট হয়তো বা পড়বেনা, কিন্তু তবুও আমি বাংলায়ই পোষ্ট করবো। আসলে আমার মনে হয় steemit এ বাংলাদেশির সংখা কিন্তু কম না। তাহলে কেনইবা আমরা বাংলায় পোষ্ট করতে পারবো না। facebook এ কি আমরা বাংলায় পোষ্ট করিনা!!
আচ্ছা যাই হোক এখন আসি আমার সংক্ষিপ্ত পরিচয়ে। আসলে আমি একজন professonal musician. আমার নিজের একটা মিউজিক্যাল শোরুম আছে। যার নাম zooomusicnetwork. আমি মুলত গিটার শেখাই। এছাড়া কিবোর্ড, হারমোনিকা, DJ এগুলো বাজিয়ে থাকি। আমি মুলত একজন বেজিষ্ট। গান লেখি, গান গাই , সুর করি। এই গেল আমার মিউজিক্যাল ক্যারিয়ার।
এছাড়াও আমি বেশ কিছু কাজ করে থাকি। যেমন, লেখালেখি। এর মধ্যে গল্প, কবিতা গান উল্লেখযোগ্য।
ছবি আকতে ভালোবাসি। গান শোনা এবং করা দুটোতেই আমার চরম আগ্রহ এবং ভালোবাস। এছাড়া সিনেমা দেখতে পারি প্রচুর।
এইতো আমি। আর এই আমার খোলা ডাইরি…………………………