প্রোফাইল বানানোর পর আজকে প্রথমবার আসার মত সময় পেলাম। কি লিখব নিজেও জানি না, তাই আপাতত ছাই পাঁশ দিয়েই ভর্তি করছি, পরে দেখা যাবে যদি কিছু ইচ্ছে হয় লেখার মত তাহলে চেস্টা করব। যদিও আমি লেখক নই, হবার মত ইচ্ছে বা ক্ষমতাও নেই। গরীব মানুষ দুটো পয়সার জন্য খেটে খাই, সময় পেলে মাঝে মাঝে আসবো। এইটুকুই।
আমার ব্যাপারে আর কি বলি। নাম অরণ্য সরকার। বাড়ি পুরুলিয়া, পশ্চিম বঙ্গের দক্ষিনে। একটা চাকরী করতাম, ভাগিয়ে দিয়েছে। আপাতত ফুল টাইম বেকার। এদিক সেদিক দালালী করি আর ঘুমিয়ে সময় নস্ট করি, মাঝে মাঝে ফেসবুকও করি বটে তবে কম। প্রেমিকা ছিলো এখন নেই, ভবিষ্যতে হবে কিনা সেই গ্যারান্টি নিজের কাছেও নেই। হলে ভালো না হলে আরো ভালো। বয়েস মাত্র ৩১। আর কি আজকের মত এইটুকুই। তবে বাংলায় লিখলাম কারন স্বচ্ছন্দ। বন্ধু মুখে শুনে এই পাড়ায় আসি, আরো কয়েকজন আসবে খুব জলদি। আসলে কদিন ধরে @chuadanga বাবুর প্রোফাইলটা দেখছিলাম, তিনি দিব্যি বাংলায় লেখেন, দেখে আমারো ইচ্ছে হয়েছিল লিখলে বাংলায় লিখবো অথবা হিন্দিতে, ইংরেজি পোষায় না। আপাতত বাংলা দিলাম, ইচ্ছে হলে হিন্দিতেও লিখবো। আরো কয়েকজন বন্ধু আসবে দু এক দিনের মধ্যেই, তারা এলে বেশ ভালোই হবে। সবাই মিলে জমিয়ে আড্ডা।
আপাতত এইখাএই শেষ করলাম। পরে আসবো আবার। ভালো থাকুন, ভালো হোক সবার।