হ্যালো স্টেমিয়ান বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আমি আমার আগের অনেক কয়টি পোস্টেই জব বা জব সক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আজকের এর পোস্টের বিষয়বস্তু হচ্ছে "জবে জয়েন করার পুর্বে করনীয় কিছু পদক্ষেপ" । আমাদের মধ্যে অনেকেই রয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর হতবম্ব হয়ে চাকরির পিছনে ছোটা শুরু করে। এই তাড়াহুড়ার কারনে অনেকেই এমন জব বেছে নেয় যেই জবের জন্য সে মোটেই উপযুক্ত নয়, এর ফলপ্রসূ হিসেবে সম্মুখীন হতে হয় নানা ধরনের অসুবিধার ।
কাজকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসার শ্রদ্ধা করে এমন একটি ইন্ড্রাস্ট্রিসে চাকরি নিতে হবে যেই চাকরি আপনার কাছে চাকরির চাইতে প্যাশন বেশি মনে হবে। এমন অনেকেই রয়েছে যারা বড় বড় ইন্ড্রাস্ট্রিসে জব করছে কিন্তু সে তার জব নিয়ে খুশি নন। তাই জব নির্ধারন করার পুর্বে এটা ঠিক করে নিন যে আপনি কোন ধরনের জব বেশি পছন্দ করেন ।
আমরা অনেকেই নিজেকে আরো আপগ্রেড করার জন্য অন্যদের অনুসরণ করে থাকি, এটা কিন্তু কোনমতেই উচিত নয়। আবার অনেক সময় এমন হয় আমার খুব কাছের বন্ধু যেই ইন্ড্রাস্টিসে জব ইন্টারভিউ দিচ্ছে আমাদের ঐ ইন্ড্রাস্টিস পছন্দ না হওয়া সত্ত্বেও জব ইন্টারভিউ দিতে যাই । আবার অন্যকে উদাহরণ ধরে নিজের জীবনের লক্ষ্য নির্ধারন করা বোকামি ছাড়া আর কিছুই না ।
নিজের পছন্দের ইন্ড্রাস্টি বাছাই হয়ে গেলে, সেই ইন্ড্রাস্ট্রি সম্পর্কে খুটি নাটি বিভিন্ন তথ্য সংগ্রহ করুন । আপনি জেই ডিপার্টমেন্টে চাকরি করবেন সেই ডিপার্ট্মেন্টের সিনিয়ার অফিসারদের সাথে নানাভাবে কানেক্ট থাকার চেস্টা করুন। তবে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন তারা যেন এতে বিরক্ত না হয়ে, কেননা তাঁরা সকলেই অত্যন্ত ব্যস্ত মানুষ তাই তাদের বিরক্ত করলে তাদের মনঃক্ষুন্য হতে পারে ।
আপনার সিভি সবসময় চেক করুন যে সেটি আপ টু ডেট আছে কিনা । সিভিতে কোন ধরনের গ্রামাটিক্যাল ভুল আছে নাকি বার বার চেক করুন । আপনার স্কিল ডেভেলপ করুন এবং সেগুলো সিভিতে সুন্দর ভাবে তুলে ধরুন । তাছাড়া জব ইন্টারভিউ দিতে যাবার আগে ইন্ড্রাস্ট্রি এর গত কয়েক বছরের ব্যাবসায়িক সাফল্য ও ঘাটতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং ইন্টারভিউ দিতে যাবারকালে অবশ্যই আপনার ড্রেস কোডের দিকে লক্ষ্য রাখবেন ।