আজ আষাঢ়ের প্রথম দিনে
তামাকে আমার পড়ছে মনে
অনেক দিনের বিরহ
এ ব্যথার প্রবল দুরহ
ভূত হয়েছে মেঘ মনের কোণে।
ত তুমি বার্তা নিয়ে
দাঁড়াও প্রিয়ার সামনে গিয়ে
কেমন আছে সে জানিও আমারে থাকো অমর হয়ে ।
আজ আষাঢ়ের প্রথম দিনে
তামাকে আমার পড়ছে মনে
অনেক দিনের বিরহ
এ ব্যথার প্রবল দুরহ
ভূত হয়েছে মেঘ মনের কোণে।
ত তুমি বার্তা নিয়ে
দাঁড়াও প্রিয়ার সামনে গিয়ে
কেমন আছে সে জানিও আমারে থাকো অমর হয়ে ।