যে কোন ব্যক্তির জন্য যেকোন ব্যবসায় সফল হওয়া একটি বড় চ্যালেঞ্জ । যারা ব্যবসায় সফল হয়েছেন তাদেরকে অনুসরন এবং অনুকরণ করা ব্যবসায় সফল হওয়ার অন্যতম পথ । কিছু ব্যবসায় সফল ব্যক্তিদের কিছু নির্দেশনা আমি পেয়েছি। সেগুলো বর্ণনা দেওয়া হল ।
কোঠর পরিশ্রমঃ
ব্যবসায় সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হল কোঠর পরিশ্রম করা । এটা না করলে কোন ব্যবসায় সফল হওয়া যায় না। খুব সকালে উঠে কাজে মন দিতে হবে । পরিশ্রম করলে ব্যবসায় সফল হওয়া সহজই বটে ।
মানুষের আস্থা অর্জনঃ
ব্যবসায় সফল হতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে । সর্বদা সত্য কথা বলতে হবে । নিজের পন্যের সঠিক তথ্য দিতে হবে ।
ওজন সঠিক ভাবে করতে হবে ।
image source: https://lasillarota.com/dinero/consigue-el-trabajo-de-tus-suenos-empleo/150707
দেনা পাওনা ঠিক ভাবে দেওয়াঃ
কারও কাছ থেকে টাকা ধার করলে তাকে সঠিক সময় দেওয়া অথবা না দিতে পারলে সঠিক সময়ে তাকে বোঝানো এবং সময় নিয়ে তাকে বুঝিয়ে দেনা পাওনা মিটানো খুব জরুরি । নিজের ব্যর্থতার জন্য বিনম্র ভাবে যুক্তি তুলে ধরা দরকার । এতে পরবর্তীতে আবারও তার কাছে সাহায্য পাওয়া যাবে ।
ভেজাল পন্য থেকে দূরে থাকাঃ
মানুষের আস্থা অর্জনের জন্য অবশ্যই ভেজাল থেকে দূরে থাকতে হবে । বিশেষ করে খাদ্যদ্রব্য নির্ভেজাল হওয়া খুব জরুরি।
ন্যায্য মুল্য নির্ধারণ করাঃ
মুল্য নির্ধারণে সতর্ক হতে হবে । কম লাভে কোন প্রোডাক্ট বিক্রয় করলে তা বেশি বিক্রয় হয় । কাজেই বেশি বিক্রয় মানে বেশি লাভ ।