আজ আমি আপনাদের সামনে মজার একটা সোসাল মিডিয়া নিয়ে এলাম যার আ্যাপ এখন ও পাবলিশ হয় নাই।আপনারা আনেকেই Instagram ব্যাবহার করছেন এটি আনেকটা তার মত কিন্তু এটায় ছবি পোষ্ট করে আপনি ডলার আয় করতে পারবেন।আবার তা আপনি withdraw করতে পারবেন অথবা steemit.com এর মত বোট পাওয়ার বাড়াতে পারবেন।এটা অন্যান্য অ্যাপের মত গুগল প্লেষ্টোরে অ্যাপ পাবলিশ করবে সেটা ডাউনলোড করে নরমাল অ্যাপের মত করে ব্যবহার করবেন।
এর কয়েনের নাম XPA যেহেতু এয় আ্যাপ পাবলিশ হয় নাই তাই তারা কয়েন ফ্রিতে দিচ্ছে। কিছু দিন আগে এর টোকেন দেয়া আপাতত অফ করছে।কিন্তু XPA আয় করার অনেক উপায় তারা খুলে রাকছে।যারা steemit এ এমন ভাবে ফ্রি কয়েন আায় করছে তারাই হীর কারন যে কোন কয়েনের শুরুতে রেট কম থাকে। তো যত পারেন আয় করে জমা করে রাখুন।
কোথায় XPA কয়েন জমা করে রাখবেন?
এ জন্য প্লেস্টোর থেকে Ethereum আ্যপ টা নামিয়ে সাইন আপ করে নিন।এই আ্যাপের মধ্যে রিসিভ অপশন এ ডুকলে একটা address পাবেন।আপাতত কপি করে রেখে দিন।
আয়ের হিসাব টা দেখুন।
আয়ের ডিস্ট্রিবিউশন একটু ভিন্ন হবে steemit থেকে।steemit নিজেদের জন্য কোন % রাখেনা কিন্তু Appics একটা অংশ রাখবে।৬৫% পাবে কন্টেন্ট ক্রিয়েটর,২৫% পাবে কিউরেটর (যারা পোষ্ট এ বোট দিবে),আর ১০% পাবে কোম্পানি নিজে। ডিস্ট্রিবিউশন টা utopian,esteem,dmania এর মত হলেও এই প্লাটফরমে ইনকাম করা steemit অপেক্ষা অনেক সহজ ব্যাপার হবে।