প্রতিদিনের মত আমি ২য় দিন ও আমার জীবনযাপন শুরু করলাম। সকালে উটলাম নামজ পডলাম মাদ্রাসায় গেলাম এবং স্কুলে গেলাম। আসলে আমার খেলার সাথী সম্পরকে আমি এখন বিস্তারিত কিছু বলতে চাইনা আমি পরে বিস্তারিত বলব।এভাবে বেশ কিছুদিন কাটল এবং এক সময় গিয়ে পরীক্ষার সময় আসল এবং পরীক্ষা শুরু হল এবং সেই সাথে মাদ্রাসা যাওয়া কিছুদিনের জন্য বন্ধ করে দিলাম পরীক্ষা যতদিন চলছিল মাদ্রাসা ততদিন বন্ধ ছিল এবং পরীক্ষা শেষে মাদ্রাসা আবার চালু হবে আর কি। সেই পরীক্ষায় ঘটল এক মজার কাহিনী পরের পোস্টে সেই মজার কাহিনী নিয়ে আলোচনা করা হবে।