যখন আমি ক্লাস ২য় শ্রেণীতে পডা লেখা করি তখন থেকে আমার গল্প শুরু করতেছি
আজ কে আপনাদের আমার গল্প শুরু করতে যাচ্ছি। আমি যখন ক্লাস ২য় শ্রেণীতে পডি তখন আমার একজন খেলার সাথী ছিল নাম ফরজানা আক্তার জেমি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উটতাম এবং নামাজ পডতাম নামাজ কিন্তু প্রতিদিন পডা হত না। সকাল বেলা মাদ্রাসায় যেতাম এবং মাদ্রাসা থেকে এসে আমি আবার স্কুলে যেতাম এবং স্কুলে থেকে আসতে আসতে বিকাল বেলা হয়ে যেত এবং সেই সাথে সাথে খাওয়া ধাওয়া শেষ করে খেলতে যেতাম এবং খেলাধুলা শেষ করে সন্ধ্যার দিকে আবার পডালেখা করতাম। প্রথম দিনের মত প্রথম জীবনে কাহিনী সবাইকে জানিয়ে দিলাম।