পরীক্ষার প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা আসলে পরীক্ষার তারিখ টা আমার পুরোপুরি মনে নাই প্রথম দিন পরীক্ষা শুরু হল সবাইর মত পরীক্ষা দিলাম প্রথম দিন একটু পরীক্ষা খারাপ হল খাতাই নাম্বার কম পাব এক চিন্তাই পডে গেলাম এভাবে যদি নাম্বার কম পাই তাহলে যে বাডিতে গিয়ে বকা খেতে হবে তাই একটা বুদ্ধি মাথায় এল কীভাবে ভাল নাম্বার এবং ভাল রেজাল্ট পেতে পারি এবং সেই বুদ্ধিটা কাজে লাগালাম এবং আল্লাহ তালার অশেষ রহমতে সেই বুদ্ধির মাধ্যমে সফল হলাম। পরের পোস্টে বিস্তারিত আলোচনা হবে।