বাংলাদেশের যে বিষয়টি সবচেয়ে খারাপ লাগে সেটি হলো, কেউ আউট অব দা বক্সের চিন্তা করতে সাহস পায়না। সবক্ষেত্রেই চলছে গাড়ি, যাত্রাবাড়ী। এর মধ্য সবচেয়ে করুণ দৃশ্য প্যাকেজিং সেক্টরে।
গতানুগতিক কাজের বাইরেও কখনও কখনও কাজের মধ্য কিছুটা মজা ঢুকিয়ে দিতে হয়।
এই ঔষধের প্যাকেজিংটি কত চমৎকার। যে যে অসুখের ঔষধ, তেমন করেই প্যাকেট তৈরি হয়েছে। অশিক্ষিত মানুষও এক চান্সে ঔষধ চিনে ফেলবে।