Hellow friends. How are you. Hope, you are well now. Today i discuss about our life when life like a card game.
বন্ধুরা, অামরা সবাই জানি জীবন অনেক সুন্দর অাবার অনেক বেদনারও। শুধু টাকা পয়সা, ধন-সম্পদ থাকলেই যে কেউ সূখী, এটা ভুল। জীবনটা বড়ই অদ্ভুদ, ঠিক কার্ড গেমের মতো। সময়েই ভালো কার্ড পরে অাবার সময়েই খারাপ কার্ড পরে।
জীবনে সূখী হইতে বেশিকিছুর দরকার হয়না অাসলে, শুধু মানুষের ভালোবাসা অার সামান্য কিছু টাকা উপার্জনের মাধ্যম। কিন্তু এর ভিতরেই মানুষ নিজেরাই নিজের জীবনকে কঠিন করে তুলে। এটা অন কাইন্ড অফ ভাগ্য অার নিজেরও একটু বুদ্ধি-প্রচেষ্টা।
কার্ড গেমে অাসলে অনেকটা ভাগ্য ফেভার করে, কেননা, শুধু মাথা থাকলেই হবেনা, সামান্য ভালো কার্ড তো থাকাই লাগবে। 😄জীবনটা ঠিক তেমনি, এখানেও সবার ভাগ্য সবসময় ফেভার করে না। অনেক মানুষি অাছে যারা গরীব, হাতে করে পেটে খায়, কিন্তু দেখা যায় তারা সূখী জীবনযাপন করছে, অাবার অনেক কটিপতি অাছে যারা লক্ষ লক্ষ টাকার হিসেব, ব্যবসা বানিজ্য, অারও বিভিন্ন টেনশনে রাতে ঘুম ধরেনা, হয়তো সব সময় ভয় কাজ করে, দেখা যায় তারা সূখী নয়।
এজন্যই বলা যায়, জীবন অনেকটা কার্ড গেমের মতই। কখনো সূখ কখনো বেদনা, কখনো লাভ কখনো লস, কখনো ভালো কখনো মন্দ। কার্ড গেমে যেমন টিক্কা পাইলেই সবাই নিজেকে অনেক কিছু ভেবে ফেলে, বাস্তব জীবনেও ঠিক মানুষ একটু বড় কিছু পাইলেই নিজেকে অনেক বড় কিছু দাবী করে। 😐
অাসলে এটা কিম্তু কখনই ঠিক না, বা একজন শিক্ষিত মানুষ কখনো এমনটা করবে না। অাসলে জীবনে চলতে গেলে সব শ্রেণির মানুষদের সাথে মিশে চলতে হয়। সবার অাবেগ, ভালোবাসা, কথাবার্তা এক হয়না, এটা মেনে নিতে হয়। যেমনটা ঠিক কার্ড গেমে, কখনো ২,৩,৫ কখনো টিক্কা-সাহেব-বান্দি। পুরোটা একটা ভাগ্য। এর ভিতরেই যে বুদ্ধি খেটে খেলতে পারে, সেই বিজয়ী। ☺
হয়তো অনেকেই নাও বুঝতে পারে বিষয় টা, তবে যারা কার্ড গেম বুঝো, খেলো, বা জানো অাশা করা যায়, তারা ঠিক ধরতে পারছো বিষয়টা। অাসলে অামি যাস্ট অামার ধারনা টুকু শেয়ার করলাম। ধন্যবাদ