লিচু এমন একটি ফল যা সবারি পছন্দের ফল। আমার সব থেকে পছন্দের ফল হল লিচু। আমি যদি লিচু পাই সারাদিন আমার অন্ন কোন খাবার লাগে না। আমাদের একটি বড় লিচু গাছ আসে। অই গাছ টা তে অনেক লিচু ধরে। অনেক বড় গাছ এজন্য। কিন্তু এই লিচুর শত্রু অনেক বেশি। পাখি বাদুর ইত্যাদি পশু পাখিতে অনেক নষ্ট করে থাকে। এই গাসের জন্য অনেক যত্নের প্রয়োজন হয়। না হলে লিচু থাকবে না। লিচু গাছে ফুল হওয়া থেকে শুরু করে ফল পাকা পজন্থ পাহারা দেওা লাগে।
লিচু সুদু আমারি পছন্দের না । এই ফল এমন লোক নাই যে পছন্দ করে না । বাচ্ছা থেকে শুরু করে বুড়া পজন্থ এই ফল পছন্দ করে। এই ফলের পুষ্টি গুনাগুন ও অনেক বেশি। এবং অনেক স্বাদ । বাচ্ছাদের প্রিয় ফল হল লিচু।
যত্নঃ
লিচু এমন একটি ফল যা যত্ন ছাড়া হয় না। গাছ লাগান থেকে শুরু করে ফল পাওয়া পজন্থ যত্ন করা লাগে। তবে এই গাছ বড় হতে অনেক দেরি হয়। প্রাই ৮/৯ বছর লেগে যাই ।
বাজার চাহিদাঃ
বাজারের সব থেকে দামি ফল হল লিচু। এই ফলের অনেক মূল্য ।তার পর ও এর ফলের বাজার অনেক চাহিদা রইছে । বাজারের চাহিদা পুরন হয় না। আমাদের দেশের ফল দিয়া। এই ফল এমন একটি ফল যতই এর মূল্য হোক না কেন এর ফলের চাহিদা থাকবেই। এই ফল যারা চাষ করে তারা অনেক লাভবান হন।
আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্ত ও ভাল থাকবেন। এবং আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ