কংক্রিটে মোড়ানো পৃথিবীতে মানবমনে লেগেছে প্রযুক্তির হাওয়া, তাই মন যেন ইট পাথর আর রড সিমেন্টে গাঁথা, শহর ছেড়ে এসেছি গ্রামীণ প্রকৃতিতে সবুজের ডাকে।
আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা যেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, কিন্তু আমরা চাইলে পারি আমাদের ভাললাগাটা প্রযুক্তির কল্যাণে ফ্রেমে বন্দী করে রাখতে,
মানুষ ও প্রকৃতি চিরকাল পরস্পর অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।...জীবন মিশে রয়েছে প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে, অথচ মানুষ প্রকৃতির সাথে নিজেদের দুরত্ব দিনদিন বাড়িয়েই চলছে,