বিটকয়েন হল ডিজিটাল মুদ্রা (যার অপর নাম ক্রিপ্টো কারেন্সী), ইন্টারনেটের মাধ্যমে বিটকয়েন ব্যবহার ও লেনদেন হয়।
বিটকয়েন এক ধরণের ডিসেন্ট্রালাইজড সিস্টেম বা নেটওয়ার্ক। অর্থাৎ কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোন সরকার এটি নিয়ন্ত্রণ করে না।
কাগুজে মুদ্রার(যেমনঃ টাকা, ডলার, পাউন্ড ইত্যাদি) মত বিটকয়েনকে প্রিন্ট করা যায় না। আর বিটকয়েনের সরবরাহ সীমিত- সর্বমোট ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী করা হবে।