আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝখানে আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন আমার আজকের রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজা সহজেই আপনি তৈরি করে মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন আর চাইলে এই রোল গুলো বানিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সপ্তাহখানেকের মতন কারণ আমি মাংসটা যেভাবে ঝুড়ি করে নিয়েছি তাতে করে মাংসের টেস্ট চেঞ্জ হবে না তাই আপনি অনায়েসে ফ্রোজেন করে রোল গুলো খেতে পারবেন আমি কিভাবে রোলটি বানিয়েছি পুরো ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আর আজকের রোলটি বানাতে আমার যে সকল উপকরণ লেগেছে সেগুলো হচ্ছে ময়দা, গরুর মাংস , পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়াপাতা ,রোল গুলো ভাজার জন্য রেগুলার রান্নার তেল, মাংসের যে আমি পুরটা তৈরি করেছি সেটির জন্য আলাদা করে আপনাকে মাংসটা রান্না করা লাগবে না বাসায় আপনি মাংস রান্না করে থাকলে সেই মাংসটা দিয়েই কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন আমি যেটা করেছি পুরো প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে দেওয়া আছে চলেন বন্ধুরা দেরি না করে দেখে আসি আমি আজকে কিভাবে বিফ মিনি রোল তৈরি করেছি |
আমি আশা করব আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য প্রতিদিনের মতো নিত্যনতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর আমি যেভাবে রোলটি বানিয়েছি এটা চাইলে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন সবজি দিয়েও করতে পারবেন তাতে করে খেতে একটু ডিফারেন্ট সাধ আসবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো আমাকে কমেন্ট অপশনে জানাইতে পারেন আপনাদের কাছে ভালো লাগলে সেই মতামত গুলো জানাতে পারেন এবং আমার ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানাতে পারেন ভুল না করলে আসলে জীবনে কোন কিছু শেখা যায় না তাই ভুল দিয়ে আসলে শুরু করতে হয় আস্তে আস্তে সংশোধন হয়ে যায় আজ আসে আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন তাতে করে আমরা সবাই ভালো থাকতে পারবো সামনের পথ চলাগুলো চলতে কোন বাধা আসবে না |