আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে প্রতিদিনের মতন |
আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম 99 পয়সায় আবার নাকি বুফে খাবার পাওয়া যায় তাই নিজ চোখে দেখার জন্য ছুটে গিয়েছিলাম আরবান প্লেটস রেস্টুরেন্টে যাবার পর দেখি অনেক লোকের সমাগম অনেকেই হয়তো রেস্টুরেন্টের কথা জানে আমি হয়তোবা শেষবা আমার একটু জানতে দেরি হয়েছে আসলে এরকম কিছু না অনেকদিন থেকেই আমি শুনছিলাম যাওয়া হয়নি ওর দীর্ঘদিন আমি জ্বরে ভুগতে ছিলাম অসুস্থ ছিলাম তারপর হঠাৎ করে গিয়েই আমার ভালোলাগা টুকু আমি ক্যামেরায় বন্দি করে ফেলেছি এবং আপনাদের মাঝখানে শেয়ার করেছি আমার কাছে এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে খাবারের কথা যদি বলি প্রথম কথা প্রত্যেকটি খাবারের গায়ের নাম লিখে দেওয়া উচিত ছিল তাতে করে খাবার নেওয়ার সময় সুবিধা হইতো কারন আমরা অনেকেই সব খাবারের নাম জানিনা যেমনটা আমি সব খাবারের নাম আমি জানিনা তাই বারবার আমার জিজ্ঞাসা করতে হচ্ছিল এই খাবারের নাম কি ওইটার নাম কি আমার নিজের কাছে বিরক্ত লাগতেছিল যার কাছে শুনতে ছিলাম সেও বিরক্ত হচ্ছিল কারণ অনেক মানুষের ক্রাউড ছিল আর দেরি করবো না চলেন দেখে আসি আজকের পুরো ব্লকটি আমি আশা করব আপনাদের কাছে ব্লক টি ভালো লাগবে |
আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমারে ব্লকটি ভালো লেগেছে যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন আর আমারই ব্লক গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাতে ভুলবেন না আর আমার ব্লগের মধ্যে কিন্তু আমি পুরো ডিটেলস বলে দিয়েছি রেস্টুরেন্টের লোকেশন খাবারটা কেমন ছিল সমস্ত কিছু আমি যদি আমার কথাই বলি বাসার মধ্যে থেকে একঘেয়েমি শহরে যেন যান্ত্রিক হয়ে যায় জীবনটা তাই নতুনের সন্ধানে যেন আমরা প্রতিনিয়ত ছুটে বেড়াই কেউবা আগে যাই কেউবা পরে যাই কিন্তু খাবারের মান ইনভারমেন্ট একই থাকে আমার মতে ইনভারমেন্টা যেমন ভাল ছিল তেমনি খাবারের মানটা আরো বেশি ভালো হইলে মানুষের নতুন রেস্টুরেন্ট খোঁজা লাগত না বারবার যেন একটা জায়গায় গিয়েই আড্ডা দিয়ে কিছু সময় খাবার খেয়ে তৃপ্তি মিটিয়ে আসতে পারতো আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন