আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালই আছেন আমিও ভাল আছি আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করব |নৌকার ভেতরে পানি হল এর ডুবে যাওয়ার কারণ আর নৌকার বাইরে পানি হল এর সাপোর্ট| হঠাৎ একদিন নৌকায় ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা হয়েছিল তাই পরিবারের সবাই মিলে নৌকার ঘুরতে গিয়েছিলাম| কিন্তু পরিণতিটা কি হবে এটা আসলে আমাদের কারোই জানা ছিল না আসলে কার ভাগ্যে কখন কি হয় এটা আসলে আমরা জানি না|
আমি গ্রামের মেয়ে গ্রামের বড় হয়েছি কিন্তু শহরকে কেন্দ্র করে শহর গ্রাম মিলে আসার যাওয়াটা ছিল আমার তাই অতটা ভয় লাগত না নৌকায় উঠতে |কিন্তু আমি পানিকে ভীষণ ভয় পাই আর পানি খেয়ে ছোটবেলা থেকে ভয় পায় কিন্তু আমি সাঁতার জানি| ভয়টা আমার কোথা থেকে এসেছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেন্টমার্টিন গিয়েছিলাম ঘুরতে যাবার পথে খুব ভালো লেগেছিল সকাল নয়টার দিকে ছেড়ে গিয়েছিল অতটা বুঝতে পারিনি কারণ তখন সমুদ্র নিরব ছিল সমুদ্র তার রূপটা ধারণ করেনি ভাটা চলতেছিল তারপর আমরা সেন্টমার্টিন দ্বীপে গিয়ে পৌঁছায় সেখানে আমরা একদিন ছিলাম|
সেখানে একদিন থাকার পর আসার সময় তিনটা বাজে একটা জাহাজ ছেড়ে আসে সরাসরি কক্সবাজার না টেকনাফে কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে সমুদ্র তার রূপটা আজকে আমাদেরকে দেখাবে যাইহোক বেশ ভালো লাগছিল সামনের ভিডিওটা দেখার জন্য আসলে আমরা ভিআইপি যে সিট গুলা ছিল জাহাজের সেগুলোতেই বসি বেশ বাতাস ছিল কত সুন্দর পরিবেশ তারপর সফট মিউজিক বাজতে ছিল খুব ভালো লাগছিল তারপর যখন জাহাজটি ছেড়ে আসে এসে মাঝ সমুদ্রে পৌঁছায় বা পাশে ছিল বাংলাদেশ আর ডান পাশে ছিল মায়ানমার আর মাঝখানে ছিলাম আমরা খুব ভালো লাগতেছিল যে বাংলাদেশের সমুদ্রের পানিটা ঘোলা এবং মায়ানমারের যে পানিটা ছিল ওদের পানিটা ছিল একদম সহ্য মানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছিল মনে হচ্ছে এমন একটা সেটাই ঝুঁকে বারবার দেখতেছিলাম আর এদিকে হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছিল সবাই সবার মত আসলে টাইম স্পেন্ড করতেছিল|
হঠাৎ করে কোথা থেকে দমকা হাওয়া আসে তারপর হচ্ছে আমাদের যা টা ছিল তিন তালা ৩ তালা জাহাজের মধ্যে নিচ তালাতে পানি তো আসছে ফার্স্টে আমরা বুঝতে পারিনি তারপর হচ্ছে তিন তলা পর্যন্ত হচ্ছে আসতে ছিল সিটে মানে বাতাসের কারণে ঢেউ গুলা এত জোরে আসতেছিল যে একবার জাহাজটা হচ্ছে নিচের দিকে যাচ্ছিল আর একবার হচ্ছে উপর দিকে উঠেছিল এটার জন্য অনেকেই আমরা ঘাবড়ে গিয়েছিলাম নিচে যারা ছিল তারা হচ্ছে দৌড় দিয়ে উপর দিকে আসতেছিল মানে দোতালায় আসতেছিল এটাই হচ্ছে ভয় কারণ আমার কথা হচ্ছে সবাইকে তো একদিন মারা যাইতে হবে |
এত হুরাহুরির কি আছে ভয় আমিও পেয়েছিলাম ভয় পেয়ে আমি লাস্টের দিকে কান্না করছিলাম আমি আমার কোন মানে ভাবছিলাম যে আসলে কি হবে আসলে কি হইতে যাচ্ছে আসলে এই অনুভূতিটা বলে বোঝানোর মত না যার সাথে জীবনে একবার হলেও ঘটেছে সে বুঝতে পারবে আসলে আমার অনুভূতিটা যাই হোক অবশেষে আমরা টেকনাফে এসে পৌঁছায় তার মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছিল আর ওই ভয়টাই আমার মধ্যে এখনো রয়ে গেছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম |
তারপর আর কি ভয়টাকে মনে চাপা দিয়ে তারপরও মাঝেমধ্যে ঘুরতে যাই নৌকায় তাই আসলে ঘুরতে যাওয়া নৌকায় ভ্রমনটা আসলেই কিন্তু অনেক মজা লাগে ভালো লাগে কিন্তু এবারও যেরকম বিপদে পড়বো এটাও কিন্তু আমি বুঝতে পারিনি একদম পরিবেশটা ঠান্ডা ছিল নদীতে ভাটা ছিল কিন্তু মানে আধা ঘন্টা পর যখন আমরা তিন মোহনায় গিয়ে পৌঁছায় তখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কিন্তু বাতাসের বেগ অনেক বেশি ছিল তাই আসলে আবারো আমার সাথে সেই সেম ঘটনায় ঘটেছে মানে ভয় পাচ্ছিলাম আসলে নৌকাটা ডুবে যাবে কিনা তবে না এই যাত্রায় বেঁচে গেছি আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করি এরকম নৌকা ভ্রমণের গল্প যদি আপনাদের কাছেও থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমার ভুল ত্রুটি গুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্ট এর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য প্রতিদিন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে|