আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালই আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন আজকে আমি আপনাদের জন্য আমের হালুয়া রেসিপিটি এনেছি কখনো খেয়েছেন কিনা আমার আসলে জানা নাই তবে আমের সিজন আসলে কিন্তু আমরা এই আমের হালুয়াটা বাসায় তৈরি করে খাই তাই ভাবলাম আপনাদের মাঝেও আমের এই সুন্দর হালুয়া রেসিপিটি শেয়ার করি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন বন্ধুরা দেরি না করে দেখে আসি আমার এই সুস্বাদু আমের হালুয়া রেসিপিটি|
আমি আশা করব আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আর এই আমের হালুয়াটা কিন্তু নাস্তার টেবিলে যদি সকালবেলা পাতলা রুটির সাথে যদি পরিবেশন করেন সাথে করে আপনার পরিবারের লোকজন খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে শুরু করবে আমি মিথ্যা বলছি না একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আমের এই হালুয়া রেসিপিটি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে আর মেহমানের সামনেও কিন্তু আপনি চাইলে এটা অনায়াসে খুব অল্প সময় লাগে বানিয়ে পরিবেশন করতে পারেন আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি প্রতিদিনের মতন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|