আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই ?আশা করি ভাল আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝখানে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি |আসলে আমাদের মানব জীবনে আমরা যে জায়গায় থাকি না কেন এই জায়গা থেকে নিজের অবস্থান শক্ত রেখে যদি নিচের দিকে তাকায় আমার অবস্থান থেকে যে খারাপ আছে তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেই অবহেলিত ভাবটা থাকে সে অবহেলিত ভাবটি কিন্তু সমাজের মানুষের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করে| আর আমি ক্যাপশনে অলরেডি লিখে ফেলেছি লোকে কি ভাববে এটা ভেবে ,আমরা যারা চুপ করে থাকি এটা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ জীবনটা আমার, অনেকেই আমরা চিন্তা করে এক জীবনে আসলে অনেক কিছু পাওয়া সম্ভব না কিন্তু আসলে এটা ঠিক না | জীবনটা যদিও জীবনটা আনসারটেন
তারপরে স্বপ্ন দেখেই কিন্তু মানুষ বাঁচে স্বপ্ন জীবনে মানুষ না দেখলে কিন্তু পরদিন সকালে জেগে উঠতে পারত না | আর কথায় আছে জুতা ছিড়ে গেলে পরিষ্কার করা যায় না জুতা ছিড়ে গেলে সেলাই করা যায় |কথাটা কিন্তু ব্যক্তি বস্তু. মিলিয়ে কথাটা বলা কথায় অনেক ভিত্তি থাকে আর ভিত্তি দিয়েই কিন্তু কথাটা বলা কথায় ,কথায় অনেক কথায় কথা বলে ফেলি সব কথা কিন্তু কথা হয়ে থেকে যায় না ,কিছু কথা প্রকাশ করতে হয় তাই হয়তো আজকে ছোট্ট একটি ব্লগ আনমনে বানিয়ে আপনাদের সামনে আমি এনেছি আমি আশা করব আপনাদের কাছে আমার এই ব্লকটি ভালো লাগবে |
আমি আশা করব আমার এই ছোট্ট ব্লগ যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্যনতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব প্রতিদিনের মতো আর কথায় অনেক কথা আসলে বলে ফেলছি সবগুলাই কিন্তু আমার মনের কথা আমি কাউকে অনুকরণ বা অনুসরণ করি না আর প্রত্যেকটি কন্টেন্ট সবকিছুই কিন্তু একান্তই আমার নিজের আর আমি যেই ভয়েসটা দিয়েছি এটাও কিন্তু আমার নিজের তাই আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আজ আসি আবার দেখা হবে কনটেন্ট এর সাথে ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন |