আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আপনাদের মাঝখানে আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের আমার রেসিপিটির নাম হচ্ছে সেমাই দিয়ে বরফি আমরা বাঙালি আমরা কিন্তু সেমাই খেতে অনেক পছন্দ করি আমরা বিশেষ করে ঈদ পার্বণে সেমাই খেয়ে থাকি তাই সেমাই দিয়েই ভিন্ন রকমের রেসিপি করতে আমরা বাঙালি যেন সেরা আর ডেজার্ট আইটেম এ কিন্তু সেমাইটা রাখাই যায় আজকে আমি যেভাবে সেমাই দিয়ে বরফিটা তৈরি করেছি খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে আজকের আমার সেমাই এর এই বরফিটি আমি আমার নিজের থেকেই রেসিপিটি তৈরি করেছি আর এটার জন্য আপনার বিশেষ কিছু লাগবে না দুধ ,চিনি, কনডেন্স মিল্ক ,পাউডার মিল্ক, সেমাই, কিসমিস ,কাজুবাদাম, সামান্য উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই ডেজার্টটি খুব অল্প সময় নিয়ে কিভাবে তৈরি করেছিলাম পুরো প্রস্তুত প্রণালীটির আমার এই রান্নার রেসিপিতে দেওয়া হয়েছে |
Bold
বন্ধুরা আমি আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্যনতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন আমি আশা করব আপনারা আমার ভুল ত্রুটি গুলো আমাকে কমেন্ট অপশনে অবশ্যই জানাবেন ভুল না করলে আসলে জীবনে কিছু আসা যায় না আর কোন কাজে আসলে ছোট না আমি আমার ভালো লাগা থেকে এই কন্টেন্ট গুলা তৈরি করি তাই আপনাদের মাঝখানে শেয়ার করি আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আজ আসে আবার দেখা হবে অন্য কোন রেসিপি সাথে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন কারণ চারিদিকে ডেঙ্গুর মহামারী লেগেছে তাই নিজের সতর্ক হব নিজের বাচ্চাকে নিজের পরিবারকে নিয়ে একত্রে একতা হয়ে যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা তাহলে আমরা এই মহামারী থেকে বেঁচে যাব এ প্রত্যাশায় আজ আসি |