
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন আর আজকের ব্লগের সাথে আমি কিন্তু একটি ছোট্ট মুড়ি মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকের কাছে রান্না বান্নাটা একটা ঝামেলা মনে হয় অনেক ক্ষেত্রে আমার কাছেও মনে হয় শরীর ভালো থাকলে আসলে কোন কাজই আলসেমি করে ফেলে রাখি না আর প্রতিদিন যেন সকাল হলেই চিন্তা হয় কি রান্না করবো শুধু আমি একা না আমরা যারা মেয়েরা আছি সবারই একই চিন্তা সংসার জীবনটাই আসলে এমন নিজে সুস্থ থেকে ৫ জনকে দেখা যায় নিজে অসুস্থ হলে তখন আসলে চিন্তায় পড়ে যেতে হয় আর রান্নার বিষয়টা যদি বলি তাহলে এক একটা মানুষ একেক রকম রান্না করে রান্নাটা একটা আর আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে মতামত গুলো কিন্তু আপনি চাইলে আমার কমেন্ট অপশনে জানাতে পারেন দেশি বেশি খাবার গুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ যত সবজি খাওয়া হয় তত দেখবেন শরীর ঠান্ডা থাকে যত গ্রেভি খাবার খাওয়া হয় এত বেশি কিন্তু অস্থির লাগে খাবারের পরে এজন্য শরীর ঠান্ডা করার জন্য সবজির কোন বিকল্প নাই তাই রান্নার আইটেমে প্রতিদিন একটা সবজি রাখার চেষ্টা করি আমার ভালোলাগা থেকেই আমি আমার সারাদিনের ব্যস্ততার মাঝখানেও ছোট ছোট ক্লিভস নিয়ে ব্লগ তৈরি করে আপনাদের মাঝখানে শেয়ার করি কথায় আসলে অনেক কথা আসে অনেক কথা বলতে ইচ্ছা করে গল্প না হয় আরেকদিন করবো চলেন দেখে আসি আজকের ছোট্ট ব্লগটি |

আমি আশা করব আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগ ভালো লেগেছে, আর আমার মুড়ি মাখার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমার আজকে রান্না করে দুপুরে ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল তাই আসলে ধনিয়া পাতাটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই যখন মুড়ি মেখে খাবেন ধনিয়া পাতাটা দিবেন এবং আপেল কুচিটা দিবেন আদা কুচিটা দিবেন অনেক বেশি মজা লাগে ,মুড়ি মাখা খেতে স্পেশাল মনে হয় ,অবশ্যই বাসায় একবার হলেও মেখে খেয়ে আমাকে কমেন্ট অপশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের মুড়ি মাখার রেসিপিটা আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন |