আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালই আছেন আমিও আল্লাহর রহমতে ভালই আছি আজকে আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম আসলে একটা খুব মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কিছুটা মজার কিছুটা দুঃখজনক বটে আর এই গল্পটার কথা মাথায় আসলেই কিন্তু মনে পড়ে যায় ছোট্টবেলার কথা|
স্বাধীনতার সুখ কবিতার কথা কার কার মনে আছে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ুই কুরেঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা আর আমার এই গল্পটা কিন্তু চড়াই পাখিকে নিয়ে আমার ঘরে চড়ুই পাখি বাসা বেধেছে কিছুদিন ধরে খুব বিরক্ত করছিল চড়ুই পাখির ডাকে আসলে ঘুমাতে পারছিলাম না খুব ডাকাডাকি করতেছিল আমার বারান্দার মধ্যে এসির যে আউটডোর থাকে আমি ভেবেছিলাম প্রথমে আউটডোরের মধ্যেই হয়তোবা বাসা বেধেছে কোথাও তাই ভয়ও পাচ্ছিলাম যে ওখানে যদি বাসা বাঁধে বাচ্চা ফুটায় তাহলে তো যেকোনো সময় একটা বিপদ ঘটতে পারে তাই আমি আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম এসি সার্ভিসিং করার জন্য |
পরে খুঁজতে খুঁজতে দেখি আউটডোরের মধ্যে কোন বাসা নাই ইনডোর ভেতরে বাসাটা করেছে তারপর আর কি করার বুঝতে পারিনি চড়ুই পাখিটা আসলে এতগুলা বাচ্চা দিয়েছে কখন ডিম পেড়েছে তবে অনেক বেশি দিনরাত 24 ঘন্টা আসলে ডাকাডাকি করত তাতে করে বুঝতাম যে হয়তোবা ভেতরে বাচ্চা হয়েছে কিন্তু ভাষাটাও খুঁজে পাচ্ছিলাম না তাই হচ্ছে সার্ভিসিং এর জন্য লোক ডাকা হয় তারপর ওরা সার্ভিসিং করা শুরু করে |
ওরা সার্ভিসিং করে এসির কাভারটা খুলে খোলার পরে দেখতে পায় তার মধ্যে অসংখ্য পরিমাণে ঘর কোটা গাছের ছাল বাকল পাতা গাছের আসলে বলে শেষ করার মতো নয় এত বেশি খরকুটা আর ওদের গায়ের পশম ছিল তারপর ওগুলো পরিষ্কার করে তারপর দেখতে পায় চারটা পাখির বাচ্চা মা পাখিটা ছিল না মা পাখিটা হয়তো খাবারের সন্ধানে গিয়েছিল তারপর চারটার মধ্যে তিনটাকে আমরা হচ্ছে বের করি বের করে রাখি বিছানার মধ্যেই আরেকটা পাখি মারা গিয়েছিল আগেই মারা গিয়েছিল দেখলাম যে মারা গেছে|
তারপর ওই তিনটা পাখি কি করব সবাইকে ডেকে দেখাচ্ছিলাম দেখো আমার এসির মধ্যে কি অবস্থা আমি সবাইকে বলব আসলে সতর্ক হইতে আমরা অনেক সময় বেখেয়াল ভাবে অনেক রকমের কাজ করে থাকি গুরুত্ব কম দেই আমি আসলে গুরুত্ব দেবার কারণেই কিন্তু আমার ঘরে কোনরকম এক্সিডেন্ট ঘটে নাই ঘটতে পারতো এ যাত্রায় আসলে আমি বেঁচে গেছি নাহলে হয়তোবা বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারতো এর আগেও আমি কিন্তু ফেসবুকে দেখেছি যে এরকম পাখি বাসা করেছে তারপর কিন্তু ওই সামান্য একটা বাসায় কারণে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু তারপর পুরা রুমের মধ্যে আপনার আগুন ধরে যায় ভেতরে হয়তো পাখিতে কোন তার কেটে ডিসকানেক্ট করে ফেলছিল আর এসিটা যখন অন করেছিল তখনই কিন্তু এই আগুনটা লেগে কিন্তু পুরা ঘরের ফার্নিচার ধরে পুড়ে গেছে সেই ভাগ্যে কারো কোন কিছু হয় নাই আমি এটা আগে দেখেছি |
তারপর পাখির বাচ্চাগুলোকে আমি একটি হাঁড়ি নিয়ে আসি মাটির হাঁড়ি তার মধ্যে ঘুরে আসলে বারান্দার মধ্যেই একটা তার পেঁচিয়ে গেলে সাথে আজকে রেখেছি যাতে করে ওর মা এসে ওদেরকে নিয়ে যাইতে পারে তো পরে দেখলাম যে ওর মা এসে ওদেরকে আসলে নিয়ে গেছে ওরা আসলে বড় হয়ে গিয়েছিল ওরার মত হয়ে গিয়েছিল আর আমার রুমের এসির ইনডোর এ ছিদ্রটা হয়েছিল ওইটা হোয়াইট সিমেন্ট দিয়ে মুখটা বন্ধ করে দেয়া হয়েছে যাতে করে কোন রকম কোন পাখি বাসা তার তৈরি করতে না পারে |
আপনারাও সতর্কভাবে থাকবেন আমি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি আসলে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই পোস্টটা পড়ে থাকলে অবশ্যই আপনারাও সতর্ক হয়ে যাবেন কারণ যে গরম পরছে ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু এখন এসি আছে আর চড়াই পাখির কথা তৈরি কবিতা দিয়ে বলেই দিলাম ও অন্যের ঘরে থাকে এদিকটা আপনারা সবাই খেয়াল রাখবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্ট এর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন |