আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আমিও ভাল আছি | আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে আর মেহমানকে বসিয়ে রেখে আসলে রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানোর মধ্যে কিন্তু আনন্দ যেমন আছে তেমনি বিভ্রন্তিকর পরিবেশ হয়ে ওঠে রান্নাঘর তারপর আবার যদি আপনার হেল্পিং হ্যান্ড না আসে ঠিক তেমনি আমার সাথে আজকে শুক্রবার সেই ঘটনাটাই ঘটেছে তারপরও আমি চেষ্টা করেছি যেন তাদের কোন অসম্মান না হয় আর আমরা বাঙালিরা সবসময় দেখেছি আমি খেয়াল করে অতিথি আপ্যায়নে আমরাই সেরা আর আজকে যে সকল রান্না করেছিলাম তাড়াহুড়ার মধ্যে দিয়েই সেগুলো হচ্ছে সাদা পোলাও, গরুর মাংস আলু দিয়ে ঝোল, মুরগির রোস্ট, ডিমের কোরমা, চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভাজা, রুই মাছ ভাজা, সঙ্গে ছিল দই, মিষ্টি, কোলড্রিংস আর সালাত ছিল আজকের সালাদটা আমি শসা কুচিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং কাশন্দ দিয়ে মেখে ছিলাম সবাই অনেক প্রশংসা করেছে আমার রান্নার আর সেটি আজকে আমি ছোট্ট একটি ব্লগ আকারে তৈরি করে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি আশা করব ব্লকটা আপনাদের কাছে ভালো লাগবে দেরি না করে চলেন দেখে আসি আমার আজকের ব্লক টি |
আমি আশা করবো আপনাদের কাছে আমার ব্লকটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন আমি আমার ভালো লাগা থেকে আমি কন্টেন্ট গুলা তৈরি করি আপনাদের মাঝখানে শেয়ার করি আপনাদেরকে কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামত আমাকে কমেন্ট অপশনে জানাইতে ভুলবেন না আজ এসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন |