ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই।
২২ মে, মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাজিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রিয়.কমকে বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তাজিন। পরে তাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
এর আগে আহসান হাবিব নাসিম প্রিয়.কমকে জানিয়েছিলেন, ‘তিনি (তাজিন আহমেদ) লাস্ট স্টেজে আছেন। এখন আমরা কিছু বলতে পারছি না। এখনো অফিশিয়ালি কিছু ডিক্লিয়ার (ঘোষণা) হয়নি। আমরা সর্বশেষ চেষ্টা চালানোর কথা বলছি। ২২০ ভোল্টে লাস্ট শকটা দিতে বলেছি। ইসিজি রিপোর্ট নীল আসছে।’
আহসান হাবিব নাসিম আরও বলেছিলেন, ‘তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল, এটা জানা ছিল না। আমরা চেষ্টা করছি তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি।’
প্রিয় বিনোদন/আজহার