সত্তি কথা বলতে নার্সারিতে গুরতে কার না ভাল লাগে। নিচ্ছই সবার ভাল লাগে । কারন এই খানে ভাল লাগার জিনিস রইছে। আপনার মন জত খারাপ থাকুক না কেন এই নার্সারিতে গেলে মন ভাল হতে বাধ্য । কারন নারসারি তে অনেক রকমের গাছ থাকে এবং প্রকিতির কিছু দ্রিসশ থাকে যা মন মিন্দ ভাল করে দেই। আমি নারসারি অনেক পছন্দ করি। বিভিন্ন রকমের ফল এবং ফলের গাছ থাকে এই নার্সারিতে। সত্যি মন মুগ্ধ কর পরিবেশ। আছারাও নার্সারিতে বিভিন্ন রকমের ফুল গাছ পাওয়া যাই । মুল কথা হল নারছারি হল সব গাছ এর উৎপাদন কেন্দ্র ।এই খানে সকল প্রকারের গাছ বিচ থেকে চারাতে তৈরি করা হয়।
যদি কখনও সুজুক হই নার্সারিতে গুরতে জাবেন। বিশেষ করে বউয়ের সাথে জগ্রা হলে মন খারাপ করে জাবেন। তাহলে মন সব কিছু ভাল হইয়া যাবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। সবাই ভাল থাকবেন এবং সুস্ত থাকবেন। সবার সুস্ত কামনা করছি। পোস্ট ভাল লাগ্লে কমেন্ট করে জানাবেন।