আমাদের দেশে পছুর পরিমাণে পেঁপে উৎপাদন করা হয়। এবং সব জেলা তেই পেঁপে চাষ করা হয়। পেঁপে সুদু জমিতেই হই না। এটি বারির আশপাশ খলি জাইগাই ও পেঁপে গাছ লাগানো জেতে পারে। বাংলাদেশের সব জেলাতেই পেঁপে উৎপাদন করা হয়। পেপেতে সব থেকে বেশি ভিটামিন থাকে। এবং পাকা পেপেতে অনেক রোগ থেকে মুক্তির কাজ করে। তবে পাকা পেঁপে শহর এলাকাই অনেক মূল্য ।
উপকারিতাঃ
পেঁপে খাইলে জন্ডিস হই না। পেঁপে খাইলে শরীরের ঘারতি ভিতামিনের আভাব পুরন করে। বাথরুম ভাল ভাবে হয়। পেট ঠাণ্ডা থাকে। পাকা পেপেতে অঙ্ক কাজ হই। সুসদন চেহারা হয়। পেঁপে মুখে লাগাতে হয়।
ব্যাবহারঃ
পেঁপে অনেক কাজেই ব্যবহার করা হয়। পাপা পেঁপে খাওয়া হয়। তরকারি রান্নার কাজে ব্যবহার করা হই। জুস তৈরি করা হয়। বিস্কিত, চকলেট ইত্যাদি তৈরি করা হয়। অনেক কাজেই পেঁপে ব্যবহার হচ্ছে।
সবাই বেশি বেশি পেঁপে খাবেন। আমার পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।