বন্ধুরা বতর্মান সমাজের যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত ধুমপান করে থাকে, ধুমপান করা আর বিষপান করা একই জিনিস, ধুমপানের কারনে দিন দিন হৃদ রোগ বেড়ে যাচ্ছে মৃত্যর সংখ্যা বেড়ে যাচ্ছে ক্যান্সার আক্রমন করছে, হাসপাতালের বিছানায় লাহ্ম লাহ্ম ক্যান্সার রোগী দেখা যায়, আপনি যদি ধুমপান করেন তাহলে একটু ভাবেন কোন এক সময় আপনি ক্যান্সার বা শ্বাস কষ্টে ভুগছেন তখন আপনি আপনার পরিবারের বোঝা হয়ে দারাবেন, হারাবেন আপনি আপনার পরিবার এই সুন্দর পৃথিবী, সবাই সুন্দর ভাবে বেচে থাকতে চায় এই পৃথিবী, আপনাকে নিয়ে অনেক আশা নিয়ে বেচে আছেন আপনার পরিবার, আপনার বাবা মা, আপনি কি চান আপনার পরিবার এই দেশ দেশের মানুষ এদের কে হারাতে, কেউ চায় না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' – সিগারেট প্যাকেট, সিনেমার পর্দা, সর্বত্র পড়া যায় এই সতর্কবাণী৷ ক্ষতির মাত্রা শুধু ক্যানসারের আশঙ্কা নয়, জার্মান বিজ্ঞানীরা বংশবৃদ্ধির উপর এর মারাত্মক প্রভাব প্রমাণ করতে পেরেছেন৷
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷ প্রত্যেকেই প্রথমে ফুসফুসের ক্যানসারের কথা ভাবেন৷ কিন্তু অনেকেই জানেন না যে, তামাকের ধোঁয়া পুরুষের প্রজনন ক্ষমতার উপরও প্রভাব ফেলতে পারে৷ অন্যদের তুলনায় ধূমপায়ী পুরুষের বীর্যের ‘মোবিলিটি' ও টিকে থাকার ক্ষমতা অনেক কম৷