এভাবে ঝুলন্ত তার কাটায় ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যা দূর করতে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ক্যাবলগুলো আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে প্রবেশ করা হবে। ইতোমধ্যে রাজধানীর প্রধান সড়কগুলো থেকে তার নামিয়ে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করানো হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।