মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হামি’ চলচ্চিত্রের গান । প্রকাশের পরই ‘ভুটু ভাইজান’ অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়েছে ।
বলিউডের ‘ভাইজান’ সালমান খান, আর সালমান খানের স্টেপেই টলিউডে এলো ‘ভুটু ভাইজান’ । ৩০মার্চ প্রকাশিত হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন চলচ্চিত্র ‘হামি’র এই গান।
এই গানেই টলিউড মাত করেছে ছোটোখাটো নাদুসনুদুস চেহারার ‘ভুটু ভাইজান’ ব্রত বন্দ্যোপাধ্যায় । সালমানের ‘স্টেপে’ দিব্যি নেচে বলিউডের ভাইজানকেও টক্কর দিয়েছে সে। ভাইজান-এর মতো লুকও রয়েছে তার।
অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখা গানটিতে সুর দিয়েছেন অরিন্দম। গানটি গেয়েছে আর এক শিশুশিল্পী ‘সারেগামাপা লিটল চ্যাম্প’ বিজয়ী শ্রেয়ান ভট্টাচার্য। এই দুই খুদে শিল্পীই গানটিকে অবিশ্বাস্য জনপ্রিয়তা এনে দিয়েছে।
এবেলা সূত্রে জানা গেছে, গানটি প্রকাশের প্রথম দিনেই ট্রেন্ডিং নম্বর ছিল ছয়! ওইদিন অমিতাভ বচ্চন-ঋষি কাপুর অভিনীত সিনেমা ‘১০২ নট আউট’-এর গানের অবস্থান ছিল তিন নম্বরে!
স্বভাবতই ভীষণ খুশি ‘ভুটু ভাইজান’-এর ‘অভিভাবক’ শিবপ্রসাদ।
এবেলা’কে তিনি বলেন, “ছোট্ট হয়েও ওরা যে সাফল্য এনে দিল আমাদের, তা গর্বের ব্যাপার। ইন্টারনেটে এত শ্রোতা যে আমাদের এই গানটি ভালবাসলেন, তার থেকে বড় পাওনা আর কী হতে পারে!”
হাসির মোড়কে ছোটদের আবেগ, তাদের ভালোলাগা-মন্দলাগা এই ‘হামি’ ছবিতে তুলে ধরেছেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটি ।
ছবির প্রধান চরিত্রে রয়েছে তিন শিশুশিল্পী ব্রত, তিয়াসা এবং অভিরাজ।
রয়েছেন তনুশ্রী শংকর, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, গার্গী রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি, সুজন মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে।