আজকে আমার জীবনের ষষ্ট অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি।তারপর ৩য় শ্রেণীতে ভর্তি হলাম।এখানেও আমার সবচেয়ে কাছের বন্ধু ফারজানা আক্তার জেমি। তাকে নিয়েই আমার স্কুল জীবনের নতুন অধ্যায় শুরু।প্রতিদিন তার সাথে খেলাধুলা করি।এভাবেই তার সাথে আমার খুব ভালভাবে দিন কেটে যাচ্ছিল।তারপর আমার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হল। আগের বারের মত এভারেও একইভাবে পরীক্ষা দিলাম এবং পরীক্ষায় খুব ভাল রেজাল্ট করলাম।