সৌখিন মানুষ গুলো তাদের ঘরের বারান্দায় কিংবা গেটে এইধরনের গাছ লাগাতে পছন্দ করে । অরনামেন্টাল গাছ ঘরে থাকলে মন কে যেমন ভালো করে অন্য দিকে অক্সিজেন সরবরাহ করে আমাদের শরীর সুস্থ রাখে এবন্নগ সেই সাথে আমাদের অবসরব টাইমে আমরা সেচ দিয়ে কিছু সময় কাটাতে পারি । ফলে আমাদের অলস সময় টুকু খারপ ভাবে কাটে না ।
গাছ লাগান এবং আপনার বাড়ির আশেপাশে সুন্দর করে সাজান । বাড়িটি দেখতে যেমন সুন্দর লাগবে তেমন মনটাও ভালো থাকবে ।