My dear steemit friends
সাদিয়ার স্কুলের যাওয়ার সময় কিছু ছবি তুলে ফেল্লাম। সাদিয়া কখনো স্কুল মিস করেনা।ও খুব ভাল ছাত্রি।
এখন সাদিয়া তৃতীয় শ্রেণিতে পড়ে। ও দ্বিতীয় শ্রেণিতে বৃত্তি পেয়েছে। ও খুব সাধারণ মেয়ে। সাজু গুজু করার সময় তার নেই।পড়া শুনাই খুব ব্যাস্ত থাকে। ও খুব ভাল আর্ট পারে।পরের বার সাদিয়ার আর্ট পোস্ট করবো।সবাই সাদিয়ার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে