আজকে ৫তম অংশে সবাইকে ধন্যবাদ।
রেজাল্ট দিল ভাল পাশ করলাম আবার ক্লাস শুরু করলাম।
কিছুদিন কাটল তারপর আবার ফাইনাল পরীক্ষা এল গতবারের মত এই ভারে ও দেখে দেখে পিরীক্ষা দিলাম আর ভাল রেজাল্ট করলাম। নতুন ক্লাসে নতুন নতুন বই নিয়ে ক্লাস শুরু করলাম আর নতুন নতুন বন্ধুদের নিয়ে জীবন যাপন আর একটু এগিয়ে গেলাম। আমার খেলার সাথীর সাথে সম্পরক আর ভাল হল সকল কিছু তার সাথে শেয়ার করতাম আমার খেলার সাথী ছিল আমার চাচাত বোন। আসলে এর পরের আলোচনা পরের পোস্টে করা হবে।