থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট নামার সময় ‘চাকা ফেটে যাওয়ায়’ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
সিভিল এভিয়েশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থাই এয়ারওয়েজের উড়োজাহাজটি রানওয়েতে থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার পর আর কোনো ফ্লাইট বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি।
শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত একজন এপিবিএন কর্মকর্তা জানান, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটটির নামার কথা ছিল বেলা ১২টার দিকে। প্রায় আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটি নামার সময় চাকা ফেটে যায়।