সারিবদ্ধভাবে তালগাছ অনেক সুন্দর লাগে। এবং পরিবেশ ও অনেক সুন্দর করে তোলে। অল্প জাইগার ভিতর বিশেষ করে পুকুরপাড়ে তালগাছ সারিবদ্ধভাবে লাগানো হয়। কারণ তালগাছ পুকুরপাড় লাগালে পুকুরপাড় অনেক মজবুত হয়। নদী ভাঙন ও রক্ষা করে।
এই তালগাছ গুলো পুকুরপাড়ে লাগানো হয়েছে পুকুরপাড় মজবুত করার জন্য এবং সুন্দর করার জন্য। আর তালগাছ ছোট গুলো ও আছে যে গুলো কলম করে তৈরি করা হয় আর ফুলের টপে লাগানো হয়। আর বাসা বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়।
এই গুলো বাসাবাড়ি অনেক সুন্দর করতে সাহায্য করে।
তালগাছ এর বিশেষ গুন হলো বজ্রপাত থেকে অনেক রক্ষা করে থাকে। ফলে অনেক মানুষ বজ্র পাত থেকে রক্ষা পাই। আমাদের দেশে এখন বজ্রপাত থেকে রক্ষা করার জন্য অনেক তালগাছ লাগানো হচ্ছে।
সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল এবং সুস্ত থাকবেন।