কিছু কিছু উদ্ভিদিও দান আমরা খেয়ে থাকি যা আমাদের মানব শরীরের জন্য খুব উপকারী। আর এই সমস্ত উদ্ভিদের মধ্যে এমন কিছু উদ্ভিদ আছে যার ফল মূল পাতা ফুল সবই মানুষের বিভিন্ন কাজে লাগে। ঠিক যেমন ডালিম ফল ডালিম ফল খুব উপকারী মানুষের জন্য। ডালিম গাছ শুষ্ক প্রকৃতির অঞ্চলে বেশী জন্মায়। ডালিম গাছ এশিয়া মহাদেশীয় অঞ্চল ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে জন্মায়। ডালিম গাছের সমস্ত অংশ মানুষের জন্য বিশেষ প্রয়োজনীয়। ডালিম ফল পাকলে ভেতরটা লাল রঙের হয়। ডালিমের লাল দানাগুলি খুব উপকারী ।