কেউ কোন জিনিস মাতৃগর্ভ থেকে শিখে আসে না। চেষ্টা, অনুশীলন আর ইচ্ছা শক্তি দিয়ে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। আর তার জন্য প্রয়োজন চেষ্টা, ধৈর্য্য, আর অনুশীলন। তাইতো কবি বলেছিলেন-
পারিব না পারিব না বলিও না আর
একবার না পারিলে দেখ শতবার।
দশজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা।
কাজেই মানুষের অসাধ্য কিছুই নেই। আসুন না সকল স্টিম বন্ধুরা, আমরাও একে অন্যের সহযোগিতা নিয়ে এগিয়ে যাই। আমরাও একদিন সফল হবোই ইনশাআল্লাহ।
------------------------০০০-----------------------