আগের দুটি পোস্টের একটিতে প্রেজেন্টেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং আরেকটিতে প্রেজেন্টেশনের আগে যেসব করনিয় সেসব নিয়ে আলোচনা করা হয়েছে । আর এখনকার এই পোস্টে প্রেজেন্টেশন চলাকালিন যেসব দিকে লক্ষ্য রাখতে হবে তা নিয়ে আলোচনা করা হবে । তাহলে আসুন মুল আলোচনায় ফিরে যাইঃ
আমরা প্রেজেন্টেশন কিভাবে শুরু করি ?? অধিকাংশ লোকই বলবে আমরা নিজেদের পরিচয় ও সুলভ আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রেজেন্টেশন শুরু করি । আসলে এটা কি ঠিক ??
আমার মতে এটা ঠিক না , প্রেজেন্টেশন এমন কিছু দিয়ে শুরু করতে হবে যার ফলে শ্রোতারা খুব উৎসাহ দিয়ে প্রেজেন্টেশন্টি দেখে । এখন কথা হল কোন সব টপিক নিয়ে আলোচনা করা উচিত ??
প্রেজেন্টেশনের শুরুতে হাই/হ্যালো এসব গ্রেটিংস দিয়ে আমরা শুরু করি । এসব গ্রেটিংস এর বদলে আমরা নানা ধরনের মোটিভেশনাল গল্প বা উক্তি দিয়ে শুরু করতে পারি । আপনি কে বা কোথা থেকে এসেছেন সেটা সবাই জানে তাই নিজের পরিচয় দিয়ে শ্রোতাদের অনুৎসাহী না করে মুল টপিক নিয়ে আলোচনা শুরু করবেন ।
লং প্রেজেন্টেশন চলাকালীন সময় শ্রোতারা বোরিং ফিল করতে পারে , তাই তাদের মনোযোগ আকর্শন করার জন্য প্রেজেন্টেশনের মাঝে মাঝে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এর ফলে তারা প্রেজেন্টেশনে আরো মনযোগী হয়ে উঠবে । তাই প্রেজেন্টেশনে নানা ধরনের ইন্ট্রেস্টিং ওয়ে এর অবলম্বন করে শ্রোতাদের মনোযোগ আকর্শন করতে হবে ।