প্রেজেন্টেশনের আগের পর্বঃ
প্রেজেন্টেশন শুরু করার আগে এমন কিছু প্রস্তুতি রয়েছে যা গ্রহন করা অত্যান্ত জরুরি । প্রস্তুতি যদি সঠিক ভাবে নেওয়া হয় তাহলে প্রেজেন্টেশন উপস্থাপন করা অনেক সহজ ও সুন্দর হয় ।
তাই প্রেজেন্টেশনের আগে যেই প্রস্তুতি গুলো নিতে হবে তার মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপনের যায়গা সম্পর্কে ভালোভাবে জানা ।
এমন অনেক সময় হতে পারে আপনি প্রেজেন্টেশনে খুব পারদর্শি কিন্তু একটি অপরিচিত জায়গায় গিয়ে হাজারও মানুষের সামনে বক্তব্য বা প্রেজেন্টেশন তুলে ধরা কি আপনার পক্ষে সম্ভব । এটা খুব কঠিন কাজ । তাই আপনি যেখানে প্রেজেন্টেশনে যাবেন সেই জায়গা সম্পর্কে ভালোভাবে জানবেন । আপনার প্রেজেন্টেশনের স্থলে কিছুক্ষন হাটা-চলা করবেন এতে আপনার সামনে উপস্থিত অউডিয়েন্স সম্পর্কে ভালো ধারনা হবে ।
অনেকেই ভালো প্রেজেন্টেশনের জন্য আয়নার সামনে বসে প্রাকটিস করে থাকেন । এটা তেমন কার্জকারি নয় , কেননা আপনি যখন আয়নার সামনে দাড়াচ্ছেন আপনি আপনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তাই আপনি নার্ভাস কম হচ্ছেন কিন্তু প্রকিত প্রেজেন্টেশনের সময় আপনার সামনে যেসব অউডিয়েন্স থাকবে তাদের সামনে প্রেজেন্টেশন তুলে ধরা খুব কঠিন ব্যপার । তাই আয়নার সামনে প্রাকটিস না করে প্রিয়জন বা বন্ধুদের সাথে প্রাকটিস করুন , আরো ভালো হয় তাদের ক প্রেজেন্টেশনের সময় সাম্নের সাড়িতে বসিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করলে। এতে আপনার মনের ভিতভম্ব কম হবে এবং আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে ।