গবেষণা করবে কেন?গবেষণা করবে কেন?
গবেষণায় নতুন নতুন বিষয় উদ্ভাবন/আবিষ্কার ও উদ্ঘাটনের আনন্দ আছে। নিজের নামে উদ্ভাবন/আবিষ্কার জুড়ে থাকে।

source
গবেষণা করে শুধু নিজ সমাজ নয়, বরং সারা দুনিয়ার জন্যই অবদান রাখা যায়।
গবেষণা করতে গিয়ে সারা দুনিয়ার কতো কতো মেধাবীদের সাথে পরিচয় হয়, কাজের সুযোগ হয়, তাদের কাছ থেকে শেখা যায়।
গবেষণা করলে দুনিয়ার বহু খ্যাতনামা বিজ্ঞানীদের সংস্পর্শে যাওয়া যায়। তাদের কাজ, তাদের সংগ্রামের দ্বারা অনুপ্রাণিত ও শিহরিত করে।

source
গবেষণা করলে পৃথিবী দেখার একটি সুযোগ হয়। গবেষকরা দুনিয়ার যে কোন দেশে খুবই সাদরের সাথে গৃহীত হয়ে থাকেন।
গবেষণা করলে জ্ঞানের মতো বিশুদ্ধ জিনিসের সাথে জীবন সম্পৃক্ত করে কাটিয়ে দেয়া যায়। চলমান ও আধুনিক জ্ঞান সম্পর্কে সবসময় ধারণা থাকে।
গবেষণা করে অর্থনৈতিকভাবে সচ্ছলতার সাথে জীবন পার করা যায়।
গবেষণায় কোন বৈষম্য নেই। যার মেধা আছে, আগ্রহ আছে, নেশা আছে—সেই গবেষণায় সাফল্য লাভ করবে। একজন গবেষকের জাত, ধর্ম, জাতীয়তা ইত্যাদি গৌণ।

source