সাধারণত হালাল উপার্জন দুইভাবে আসে। বিত্তশালী পরিবারে জন্ম নিলে এমনি এমনি আপনি ধনী হয়ে গেছেন। এই যে দামী গাড়িটার সামনে দাঁড়িয়ে, দামী রেষ্টুরেন্টের লবীতে বসে সেলফি গুলো তুলতে পারছেন তার পিছনে আসলে কি! কেবল একটা জন্মস্থানই নয় কি! কে আপনাকে জন্ম দিলো ওখানে? নিজেতো ঠিক করেননি নিশ্চয়ই।
দ্বিতীয় এক প্রকার হলো মেধা আর শ্রমের অর্জন। কিন্তু সেটাও কিন্তু নিতান্ত ভাগ্য ছাড়া কিছু নয়। কিভাবে আপনি মেধাবী হলেন, কিভাবে আপনার শরীরে এত শক্তি এলো? শুধু শাক-পাতা আর হরলিক্স খেয়ে হয়নি নিশ্চয়ই।
মহান আল্লাহই আপনাকে ধনী করেছেন। নিজে নিজে আপনি কখনই ধনী হতে পারেননি। সুতরাং আপনি কার টাকা যাকাত দিচ্ছেন? আপনার?
আপনি আসলে মহান আল্লাহর সামান্য কিছু ঋন শোধ করছেন মাত্র। তার টাকা থেকে তার বান্দাদের ছোট্ট একটা অংশ দিচ্ছেন আর আপনার হাতে রয়ে গেছে প্রায় সবটাই।
সমস্ত প্রশংসা মহান আল্লাহর। সমস্ত সম্পদ মহান আল্লাহর। আমাদের দেওয়ার কিছু নাই। আমাদের অনুগ্রহের কিছু নাই।